নাস্তিক দর্শন পড়িয়া _চলে যান হাসিয়া - ১ Oh go On

লিখেছেন লিখেছেন সবুজ মিনার ১১ এপ্রিল, ২০১৩, ১১:২৬:০৬ সকাল

নাস্তিক্যবাদি দর্শনের কেন্দ্রস্থলে আছে ডারঊইন মতবাদ। অত্যন্ত হাস্যকর এবং দুর্বল এই মতবাদকে বাস্তয়াবায়ন করতে সারা পৃথিবীতে নাস্তিকরা ব্যয় করছে মিলিয়ন মিলিয়ন ডলার। ডারউইন মতবাদকে বলা হয় বিবর্তন মতবাদ, যেখানে সৃষ্টিকর্তাকে একেবারেই অস্বীকার করা হয়। সকল সৃষ্টির আকার-আকৃতিগত পরিবর্তন হয়েছে তাদের প্রকৃতিতে টিকে থাকার স্বার্থে, অনেকটা ডিজিটাল ভাবে। যাক, সেদিকে যাচ্ছি না। জিরাফের ঘাড় লম্বা কেন? তাদের ব্যাখ্যা, হাজার হাজার বছর আগে থেকে জিরাফ তার ঘাড় টানা দিয়ে গাছের পাতা খাওয়ার চেষ্টা করত। ঘাড় টানতে টানতে নাকি জিরাফের ঘাড় লম্বা হইয়া গেছে। Unlucky হাসতে হাসতে কারও পেট ব্যাথা হয়ে গেলে সাপোজিট দিতে পারেন। তাহলে এখন আমাদের প্রশ্ন। ছোট বেলা থেকে দেখে আসছি ছাগল তার ঘাড় টানা দিয়ে চারাগাছ খাচ্ছে, বা চেষ্টা করছে। বুঝলাম না। হাজার বছর ধরেওতো ছাগলের ঘাড় এক ইঞ্চিও লম্বা হয় না, আরও দিন দিন ছোট হয়।

হায়রে নাস্তিক ভাদার দলেরা। কোথা থেকে যে আসে এরা???

[ব্লগে কোন নাস্তিক ভাদা থাকিলে কমেন্ট করিয়া নিজের হিজড়াগিরি প্রমান করুন]

বিষয়: বিবিধ

২৬৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File