বাংলাদেশে কেবল হিংসুটে আম্লীগই থাকেনা, অন্যরাও থাকে।
লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪২:১৭ রাত
যুক্তরাষ্ট্রের সিকাগোতে একটি রাস্তার নামকরন করা হয়েছে 'জিয়াউর রহমান ওয়ে' নামে।
যাক, কথা হলো এই নামকরন বাতিলের জন্য যুক্তরাষ্ট্র আম্লীগ সিকাগোর আদালতে মামলা করছিলো।
তারা জিয়ার বিরুদ্ধে হাজারো কুত্সা রটিয়ে তাকে স্বৈরশাসক আখ্যা দিয়ে রাস্তার নামকরন বাতিলের দাবী জানায়।
শুধু তাই নয়, নামকরন বাতিলের জন্য হাসিনা বিভিন্ন কুটনৈতিক চাপও প্রয়োগ করে।
কিন্তু হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিকাগো প্রশাসন নামকরন বহাল রাখে।
এখন কথা হলো, আচ্ছা, যুক্তরাষ্ট্র কি জিয়ার সম্পর্কে জানেনা?
না জেনেই কি তারা জিয়ার নামে রাস্তার নামকরন করার সিদ্ধান্ত নিয়েছে?
যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং বাংলাদেশের নেতাদের সম্পর্কে যতটা জানে, স্বয়ং আম্লীগও তো ততটা জানেনা।
আম্লীগ কতটা বোকা আর নির্লজ্জ হইলে এর বিরুদ্ধে মামলা করতে যায়!!
আম্লীগ হিংসা করেই এমনটা করেছে,
আর এতে জাত গেলে আম্লীগের গেছে, এতে আমার সমস্যা নাই।
আম্লীগের অপমানিতে তো উল্টো আমি খুশি হইছি।
কিন্তু সমস্যা হলো, আম্লীগ বিশ্বের দরবারে বাংলাদেশীদের একটি হিংসুটে জাতি হিসেবে পরিচিত করালো,
বাংলাদেশীরা যে একে অপরের সুনাম মোটেও সহ্য করতে পারেনা, আম্লীগ সেটাও বিশ্বকে জানালো!
সেটাই আমার সমস্যা। কারন বাংলাদেশে কেবল হিংসুটে আম্লীগই থাকেনা, অন্যরাও থাকে।
ফেবু থেকে
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন