‘আফ্রিকার দরিদ্রতার মূলে মাত্রাতিরিক্ত যৌন আসক্তি’- উগান্ডার প্রেসিডেন্ট
লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ০৮ জুলাই, ২০১৪, ০৮:৫৭:২৭ সকাল
উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি মনে করেন, আফ্রিকার জনসাধারণের দরিদ্রতার প্রধান কারণ তারা অলস, যৌনতার প্রতি অতিমাত্রায় আসক্ত এবং তারা শুধু বংশবিস্তার ঘটিয়ে পৃথিবী পূর্ণ করতে চায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। বেশ কয়েকটি রাষ্ট্র উগান্ডাকে সহযোগিতা দেয়া বন্ধ করে দিয়েছে। কারণ, দেশটিতে সমকামী নাগরিকদের সমান অধিকার এখনও নিশ্চিত করা হয়নি। মুসেভেনি বলেন, কোন দাতা রাষ্ট্র যদি সমকামীদের সম-অধিকার প্রতিষ্ঠার জন্য চাপ দেয়, তাদের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করা পাপ ও নীতিবিরুদ্ধ কাজ হবে। প্রেসিডেন্ট এ ধরনের মন্তব্য করলেও, বৃটেন ৮ কোটি ৩০ লাখ পাউন্ড অর্থ সহযোগিতা দেবে উগান্ডাকে।
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন