আমি দেশের সবচেয়ে দামি গাড়ি কিনেছি: সাকিব

লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ০৭ জুলাই, ২০১৪, ০৬:৫৩:১০ সন্ধ্যা

আমি দেশের সবচেয়ে দামি গাড়ি কিনেছি: সাকিব



যারা যারা সাকিবের পক্ষে লিখছেন বা বলছেন কিংবা পীরের মতো সম্মান করছেন তাদেরকে একটা বিষয় ভাবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করবো ।

সাকিব বাংলাদেশের গর্ব, সাকিব নাম্বার ওয়ান অলরাউন্ডার এটা অস্বীকার করছি না বা করার উপায় ও নেই। সে অনেক মেধাবী খেলোয়ার,আমরা তাকে ভালোবাসী। ভালবাসী বলেই বলছি- মোঃ ইউসুফ ইউহানা, কুমার সাংগাকারা, ইনজামাম উল হক,হাসিম আমলা, সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা অনেক বড় বড় তারকা খেলোয়ার দের তাদের দেশের মানুষ দেবতার মতো সম্মান করেন, শুধু ক্রিকেট প্রতিভার জন্য নয়, তাদের চারিত্রিক ব্যবহার ভদ্রতা দিয়ে ভক্তের মন জয় করে নিয়েছেন। অন্য দিকে হরভজন, শেন ওয়ার্ন,ক্রিস গেইল,শেহবাগ, ইউনুস খান, সোয়েব আক্তার রা বিখ্যাত হয়ে ও বিতর্কের কারনে তারা ভক্তের কাছে দেবতা হতে পারেন নি.আপনি কি এক বার ভেবে দেখেছেন ? ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত থেকেও আশরাফুল ভক্তের পুরো হৃদয় জুরে কেন? সেটা তার সহজ সরল হাসি আর খেলোয়ারী লাইফে বিতর্ক মুক্ত থাকার কারণেই। মুশফিক যখন আই,পি,এল খেলার অফার প্রত্যাখান করে, দেশের স্বার্থের কথা ভেবে। সেখানে আমাদের গর্বের সাকিব আই,পি,এল এর চেয়ে নিম্ম মানের সি,পি,এল এর খেলার জন্য তার দেশের খেলা ছেড়ে দিবেন!!!! আমরা সাকিব কে ভালো খেলোয়ারের পাশাপাশি বিতর্কমুক্ত একজন আদর্শ মানুষ হিসেবেও দেখতে চাই, তাই সাকিবের কোন বিতর্কিত কাজের সমালোচনা করলে তার চৌদ্দগুষ্ঠি উদ্দ্বার করার আগে আপনারা একবার কি ভেবেছেন ?যে অন্ধকারে নিজের ছায়া ও আপনি দেখতে পারেন না।তাই কাউকে অন্ধভাবে এতটা ভালোবাসতে যেয়ে বাড়াবাড়ি করছেন কিনা? যাকে ভালবাসি তার সবকিছুতেই না বুজে সাপোর্ট করাটাও এক ধরনের হিপোক্রেসি।ক্রিস গেইল কে মনে আছে? সারা দুনিয়া দাঁপিয়ে বেড়াত কিন্তূ তার নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারতনা| ওর ইচ্ছা ছিল ইন্ডিপেনডেন্ট খেলোয়ার হওয়া ।মানে বিদেশের সব ক্লাবের টুর্নামেন্ট এ খেলাই প্রধান লক্ষ্য,তারপর দেশের হয়ে খেলা| এতে কাঁড়ি কাঁড়ি টাকা বানানো যায়, অর্থনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত রাখা যায়, কিন্তু দেশের প্রতি কমিটমেন্ট আর ভালবাসা অবশিষ্ট রাখা যায়না! মেসি, নেইমার ওয়েন রুনি কে চিনো হে নতুন প্রজন্ম? ওরা বড় বড় খেলোয়ার| বিশ্বেরসেরা ধনীদের অন্যতম! বার্সেলোনা, মেন্চেষ্টার ইউনাইটেড এর মত দুনিয়া সেরা ক্লাবের প্লে মেকার উনারা| কিন্তূ যখন নিজেদের দেশকোনো প্রস্তুতি-মূলক খেলাও খেলে তারা উড়ে যান দেশের জন্যে খেলতে! উজাড় করে দেয় নিজেদের কে, গর্বিত হয় দেশের বীর সৈনিক হিসেবে!! এবার আসি ঘরের ছেলের কথায়, সাকিব উল হাসান! আমার অত্যন্ত প্রিয় তারকা খেলোয়ার |জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, বিশ্বকাপের প্রস্তুতি নিতে| হঠাৎ জানা গেল, খেলা গুলোর আন্তর্জাতিক বৈধতা নেই! শুধুই ফ্রেন্ডলি ম্যাচ!! সাকিব বললেন উনি খেলবেন না| উনি নিউজিল্যান্ড এর t20 ম্যাচ খেলতে যাবেন| বাংলাদেশ দল জিম্বাবুয়েতে গেল, শুচনীয় ভাবে হারলো| এবং বিশ্বকাপে এর সীমাহীন প্রভাব দেখল জাতি| প্রাক্তন ক্রিকেটার রা তার কঠোর সমালোচনা করলেন| জবাব এলো সাকিবের কাছ থেকে, " ওই সব প্রাক্তন ক্রিকেটাররা কে কিভাবে খেলতো -তা আমার জানা আছে| ওদের মুখে সমালোচনা মানায় না !!! লজ্জায় অপমানে মুখ লুকিয়ে ছিলেন,সেই বীরেরা যারা দেশ কে আজকের ওয়ানডে এবং টেস্ট খেলার সুযোগ এনে দিয়ে ছিলেন, বাংলার সেই সূর্য্য সন্তানরা নিরবে সব সহ্য করেছেন কারণ তিনি(সাকিব) বিশ্বসেরা অল-রাউন্ডার !!কিছুদিন পূর্বের কথা| দেশের মাঠে আমরা একের পর এক হেড়ে যাচ্ছি|দায়িত্ব-হীন শর্ট খেলে খেলে বারবার সাজ ঘরে ফিরছেন প্রধান প্রধান খেলোয়াররা| সাকিব ও তার ব্যাতিক্রম নন| সবচেয়ে নোংরা শর্টটি খেলে প্যাভিলীয়ন এ গেলেন, উলংগ গায়ে জড়ালেন টাওয়াল, ক্যামেরার দিকে তাকিয়ে করলেন পর্ন স্টারের ভঙ্গি! জানিনা তখন নতুন প্রজন্মের কি অনুভুতি হয়েছিল? আমার চোখে পানি এসেছিল প্রিয় খেলোয়ার টিকে এভাবে দেখে,যিনি দেশের ১৬ কোটি মানুষকে ভালবাসা আর আশাকে তামাশায় পরিনত করেছেন!! শাস্তি পেয়েছিলেন সাকিব ঠিকি কিন্তূ তা থেকে শিক্ষা নেয়নি! আমরা আফগানিস্তানের নেপাল এর মতো দেশ আমাদের হারালো| ভাবলাম খেলায়ারেরা দেশের মানুষের মতই মর্মাহত আর আত্ন-কষ্টে ভুগছেন। কিন্তূ না,সাকিব মিডিয়া কে বললেন শারীরিক শক্তিতে পিছিয়ে থাকাই আমাদের এই হারের কারন! অরেঞ্জ জুস না খেয়ে খিচুরী খাওয়াই আমাদের এই পতন| দেশের অধিকাংশ মানুষ যেখানে মৌলিক চাহিদা পূরণেই হিমশিম খাচ্ছে, তাদের দিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাকিব বললেন, উনার ব্রেকফাস্ট এর দামই ২৫হাজার টাকা! রুমি আজাদ দের আদর্শ নিয়ে বড় হতে থাকা তরুনদের নাকি দেশপ্রেমই নেই!! জি সাকিব স্যার, আপনার অনেক দেশ প্রেম, তাই আজ হুমকি দিলেন দেশেরহয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না বলে!! বাপের বয়সী কোচ এর সাথে করেছেন অমার্জনীয় অপরাধ! অধিনায়ক কে দলের মাঝে করেছেন কোনঠাসা! বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মত দেখল জনতা জাতীয় দলের গ্রুপিং! সাকিব স্যার, আমরা গরিব! আমাদের বেতনের টাকা ১৫ দিনেই শেষ হয়ে যায়! বাকি ১৫ দিন চালাই ধার করে! এদেশে ভোরে ঘুম থেকে উঠেই দেখা যায় মাটি কাঁটার শ্রমিকের লাইন ধরে কাজে যাওয়ার ছবি! গার্মেন্টস এর শ্রমিকের ঘাম মাখা আর কেরানিদের রক্তের টাকা দিয়েই আপনাদের পেলেপুশে ট্রেনিং দিয়ে অর্থ বিত্ত-বৈভব এর মালিক করেছেন,আপনারা আজ বড়লোক! জাতির আশা-আকাংক্ষার সাথে তামাশা করবেন না ভাই! সম্মান চাই! কারন আমরা যে আপনাকে খুব বেশি! ভালবাসি?আমাদের কোনো দুষ্ট গরুর দরকার নাই, মুশফিকের মতো দেশদরদী সন্তানদেরই ক্রিকেট দলে দেখতে চাই,অর্থ লোভী কাউ কে নয়, মনে রাখবেন আকবর আর নোলক বাবুরা হারিয়ে গেছে ,আপনি যেতে কতক্ষণ???....... যারা যারা সাকিবের পক্ষে লিখছেন বা বলছেন কিংবা পীরের মতো সম্মান করছেন তাদেরকে একটা বিষয় ভাবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করবো ।

সাকিব বাংলাদেশের গর্ব, সাকিব নাম্বার ওয়ান অলরাউন্ডার এটা অস্বীকার করছি না বা করার উপায় ও নেই। সে অনেক মেধাবী খেলোয়ার,আমরা তাকে ভালোবাসী। ভালবাসী বলেই বলছি- মোঃ ইউসুফ ইউহানা, কুমার সাংগাকারা, ইনজামাম উল হক,হাসিম আমলা, সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা অনেক বড় বড় তারকা খেলোয়ার দের তাদের দেশের মানুষ দেবতার মতো সম্মান করেন, শুধু ক্রিকেট প্রতিভার জন্য নয়, তাদের চারিত্রিক ব্যবহার ভদ্রতা দিয়ে ভক্তের মন জয় করে নিয়েছেন। অন্য দিকে হরভজন, শেন ওয়ার্ন,ক্রিস গেইল,শেহবাগ, ইউনুস খান, সোয়েব আক্তার রা বিখ্যাত হয়ে ও বিতর্কের কারনে তারা ভক্তের কাছে দেবতা হতে পারেন নি.আপনি কি এক বার ভেবে দেখেছেন ? ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত থেকেও আশরাফুল ভক্তের পুরো হৃদয় জুরে কেন? সেটা তার সহজ সরল হাসি আর খেলোয়ারী লাইফে বিতর্ক মুক্ত থাকার কারণেই। মুশফিক যখন আই,পি,এল খেলার অফার প্রত্যাখান করে, দেশের স্বার্থের কথা ভেবে। সেখানে আমাদের গর্বের সাকিব আই,পি,এল এর চেয়ে নিম্ম মানের সি,পি,এল এর খেলার জন্য তার দেশের খেলা ছেড়ে দিবেন!!!! আমরা সাকিব কে ভালো খেলোয়ারের পাশাপাশি বিতর্কমুক্ত একজন আদর্শ মানুষ হিসেবেও দেখতে চাই, তাই সাকিবের কোন বিতর্কিত কাজের সমালোচনা করলে তার চৌদ্দগুষ্ঠি উদ্দ্বার করার আগে আপনারা একবার কি ভেবেছেন ?যে অন্ধকারে নিজের ছায়া ও আপনি দেখতে পারেন না।তাই কাউকে অন্ধভাবে এতটা ভালোবাসতে যেয়ে বাড়াবাড়ি করছেন কিনা? যাকে ভালবাসি তার সবকিছুতেই না বুজে সাপোর্ট করাটাও এক ধরনের হিপোক্রেসি।ক্রিস গেইল কে মনে আছে? সারা দুনিয়া দাঁপিয়ে বেড়াত কিন্তূ তার নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারতনা| ওর ইচ্ছা ছিল ইন্ডিপেনডেন্ট খেলোয়ার হওয়া ।মানে বিদেশের সব ক্লাবের টুর্নামেন্ট এ খেলাই প্রধান লক্ষ্য,তারপর দেশের হয়ে খেলা| এতে কাঁড়ি কাঁড়ি টাকা বানানো যায়, অর্থনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত রাখা যায়, কিন্তু দেশের প্রতি কমিটমেন্ট আর ভালবাসা অবশিষ্ট রাখা যায়না! মেসি, নেইমার ওয়েন রুনি কে চিনো হে নতুন প্রজন্ম? ওরা বড় বড় খেলোয়ার| বিশ্বেরসেরা ধনীদের অন্যতম! বার্সেলোনা, মেন্চেষ্টার ইউনাইটেড এর মত দুনিয়া সেরা ক্লাবের প্লে মেকার উনারা| কিন্তূ যখন নিজেদের দেশকোনো প্রস্তুতি-মূলক খেলাও খেলে তারা উড়ে যান দেশের জন্যে খেলতে! উজাড় করে দেয় নিজেদের কে, গর্বিত হয় দেশের বীর সৈনিক হিসেবে!! এবার আসি ঘরের ছেলের কথায়, সাকিব উল হাসান! আমার অত্যন্ত প্রিয় তারকা খেলোয়ার |জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, বিশ্বকাপের প্রস্তুতি নিতে| হঠাৎ জানা গেল, খেলা গুলোর আন্তর্জাতিক বৈধতা নেই! শুধুই ফ্রেন্ডলি ম্যাচ!! সাকিব বললেন উনি খেলবেন না| উনি নিউজিল্যান্ড এর t20 ম্যাচ খেলতে যাবেন| বাংলাদেশ দল জিম্বাবুয়েতে গেল, শুচনীয় ভাবে হারলো| এবং বিশ্বকাপে এর সীমাহীন প্রভাব দেখল জাতি| প্রাক্তন ক্রিকেটার রা তার কঠোর সমালোচনা করলেন| জবাব এলো সাকিবের কাছ থেকে, " ওই সব প্রাক্তন ক্রিকেটাররা কে কিভাবে খেলতো -তা আমার জানা আছে| ওদের মুখে সমালোচনা মানায় না !!! লজ্জায় অপমানে মুখ লুকিয়ে ছিলেন,সেই বীরেরা যারা দেশ কে আজকের ওয়ানডে এবং টেস্ট খেলার সুযোগ এনে দিয়ে ছিলেন, বাংলার সেই সূর্য্য সন্তানরা নিরবে সব সহ্য করেছেন কারণ তিনি(সাকিব) বিশ্বসেরা অল-রাউন্ডার !!কিছুদিন পূর্বের কথা| দেশের মাঠে আমরা একের পর এক হেড়ে যাচ্ছি|দায়িত্ব-হীন শর্ট খেলে খেলে বারবার সাজ ঘরে ফিরছেন প্রধান প্রধান খেলোয়াররা| সাকিব ও তার ব্যাতিক্রম নন| সবচেয়ে নোংরা শর্টটি খেলে প্যাভিলীয়ন এ গেলেন, উলংগ গায়ে জড়ালেন টাওয়াল, ক্যামেরার দিকে তাকিয়ে করলেন পর্ন স্টারের ভঙ্গি! জানিনা তখন নতুন প্রজন্মের কি অনুভুতি হয়েছিল? আমার চোখে পানি এসেছিল প্রিয় খেলোয়ার টিকে এভাবে দেখে,যিনি দেশের ১৬ কোটি মানুষকে ভালবাসা আর আশাকে তামাশায় পরিনত করেছেন!! শাস্তি পেয়েছিলেন সাকিব ঠিকি কিন্তূ তা থেকে শিক্ষা নেয়নি! আমরা আফগানিস্তানের নেপাল এর মতো দেশ আমাদের হারালো| ভাবলাম খেলায়ারেরা দেশের মানুষের মতই মর্মাহত আর আত্ন-কষ্টে ভুগছেন। কিন্তূ না,সাকিব মিডিয়া কে বললেন শারীরিক শক্তিতে পিছিয়ে থাকাই আমাদের এই হারের কারন! অরেঞ্জ জুস না খেয়ে খিচুরী খাওয়াই আমাদের এই পতন| দেশের অধিকাংশ মানুষ যেখানে মৌলিক চাহিদা পূরণেই হিমশিম খাচ্ছে, তাদের দিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাকিব বললেন, উনার ব্রেকফাস্ট এর দামই ২৫হাজার টাকা! রুমি আজাদ দের আদর্শ নিয়ে বড় হতে থাকা তরুনদের নাকি দেশপ্রেমই নেই!! জি সাকিব স্যার, আপনার অনেক দেশ প্রেম, তাই আজ হুমকি দিলেন দেশেরহয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না বলে!! বাপের বয়সী কোচ এর সাথে করেছেন অমার্জনীয় অপরাধ! অধিনায়ক কে দলের মাঝে করেছেন কোনঠাসা! বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মত দেখল জনতা জাতীয় দলের গ্রুপিং! সাকিব স্যার, আমরা গরিব! আমাদের বেতনের টাকা ১৫ দিনেই শেষ হয়ে যায়! বাকি ১৫ দিন চালাই ধার করে! এদেশে ভোরে ঘুম থেকে উঠেই দেখা যায় মাটি কাঁটার শ্রমিকের লাইন ধরে কাজে যাওয়ার ছবি! গার্মেন্টস এর শ্রমিকের ঘাম মাখা আর কেরানিদের রক্তের টাকা দিয়েই আপনাদের পেলেপুশে ট্রেনিং দিয়ে অর্থ বিত্ত-বৈভব এর মালিক করেছেন,আপনারা আজ বড়লোক! জাতির আশা-আকাংক্ষার সাথে তামাশা করবেন না ভাই! সম্মান চাই! কারন আমরা যে আপনাকে খুব বেশি! ভালবাসি?আমাদের কোনো দুষ্ট গরুর দরকার নাই, মুশফিকের মতো দেশদরদী সন্তানদেরই ক্রিকেট দলে দেখতে চাই,অর্থ লোভী কাউ কে নয়, মনে রাখবেন আকবর আর নোলক বাবুরা হারিয়ে গেছে ,আপনি যেতে কতক্ষণ???.......

আমি দেশের সবচেয়ে দামি গাড়ি কিনেছি: সাকিব

ফেবু থেকে

বিষয়: বিবিধ

২৯০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242642
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মজার বিষয় সাকিব আর পাপন ক্ষমতার রাজনীতি করতেছে আর এদিকে ফাইস্সা যাচ্ছে দেশের ক্রিকেট
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
188400
গেঁও বাংলাদেশী লিখেছেন : হুম!! কিন্তু এটা ভয়ানক সত্যি যে সাকিবের আচরণ একজন সাধারণ মানুষের চেয়ে নিম্ন মানের
242738
০৮ জুলাই ২০১৪ রাত ০৪:০১
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরা এমন এক জাতি যারা অন্যকে সম্মান দিতে জানিনা। এটি প্রধান মন্ত্রী হতে শুরু করে সব জায়গায়। সাকিব যা করেছে, এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত আসা উচিত ছিল। কিন্ত বিষয়টা নিয়ে কেমন জানি খেলা খেলা ভাব। বড়ই বিশ্রী এবং নোংরা খেলা। ধন্যবাদ।
০৮ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৩
188546
গেঁও বাংলাদেশী লিখেছেন : ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File