তোমায় মনে পড়েগো সখি
লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ২৫ ডিসেম্বর, ২০১৩, ১১:৫০:২২ রাত
তোমায় মনে পড়েগো সখি
তোমায় মনেপড়ে,
আছো কোন দূর সীমনায়
যাচ্ছো আরো সরে।
সকালটা আজ ঘোমড়া মুখে
অলস বসে থাকে,
সজনে গাছে বুলবুলিটা
আরনা কেন ডাকে।
ছায়ায় কেন যাচ্ছে ঢেকে
আকাশ ভর দুপুরে।
তোমায় মনে পড়েগো সখি
তোমায় মনেপড়ে।
ঠিক ছিল সব কিছু
ঠিক ছিল তোর বাবা,
তবু কেন বিরহটা
দিয়ে গেল থাবা।
উল্টে গেল গনেশ বাবু
মায়ের অহংকারে।
তোমায় মনে পড়েগো সখি
তোমায় মনেপড়ে।
বিষয়: সাহিত্য
১৭৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন