বেশীরভাগ পাকিস্তানি তরুণ গণতন্ত্র পছন্দ করে না, তারা চায় শরিয়া আইন
লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ০৪ এপ্রিল, ২০১৩, ০৮:৩১:৩৮ সকাল
বেশীরভাগ পাকিস্তানি তরুণ বিশ্বাস করে, গণতন্ত্র নয় সেখানে শরিয়া আইন বা মিলিটারি শাসন থাকা উচিত। এক জরিপের মাধ্যমে এমনই ফলাফল পাওয়া গেছে। এমন ফলাফল পাওয়া গেল যখন কিনা দেশটিতে কয়েক সপ্তাহ পরেই জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।
আগামী ১১ মে দেশটিতে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটি গুরুত্বপূর্ণ এ কারন যে, এবারেই প্রথম ৫ বছর পূর্ণ করে কোন গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারন, সেই জন্মের সাল ১৯৪৭ পর থেকে দেশটিতে ঘটে গেছে ৩ টি ক্যু এবং রাজনৈতিক অস্থিতিশীলতা জায়গা করে নিয়েছেল যেন স্থায়ীভাবে।
ব্রিটিশ কাউন্সিলের একটি জরিপ থেকে জানা যায়, ১৮ থেকে ২৯ বছর বয়ছের তরুণরা পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে হতাশ। এটার কারন হতে পারে, ওরা দেশটির ভঙ্গুর অর্থনীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে বড় হয়েছে।
রিপোর্টটির গুরুত্বপূর্ণ ফলাফলঃ
মাত্র ২৯% তরুণ মনে করে গণতন্ত্র একটি ভালো পদ্ধতি
৩৯% পাকিস্তানি তরুণ মনে করে শরিয়া আইন উপযুক্ত
৩২% মিলিটারি শাসন সমর্থন করে
৬০% তরুণ মনে করছে যে তারা ভোটে অংশ গ্রহণ করবে
এই হলো, পাকিস্তানি তরুণদের মানসিক অবস্থা। ক্রিকেটার ইমরান খানের দলের প্রতি তরুণদের এক প্রকার ঝোঁক আছে। তবে, গণতন্ত্রের প্রতি এই অনীহা এটাই বলে যে দেশটির অর্থনৈতিক সমস্যা আসলে কতো গভীরে প্রবেশ করেছে। উচ্চ মুদ্রা স্ফীতি, বেকারত্ব এবং দারিদ্রের ব্যাপারে তাই তরুণ প্রজন্ম অনেক বেশি আগ্রহী এবং সচেতন।
যাই হোক, এই জরিপের ফলাফলকে অবজ্ঞা করার কোন ফুরসৎ নেই কারন দেশটির ৩০% বেশি হচ্ছে এই তরুণ ভোটার।
ব্রিটিশ কাউন্সিল জরিপ-এ ৫০০০ তরুণ অংশগ্রহণ করে এবং সময়কাল ডিসেম্বর ২০১২ এবং জানুয়ারি ২০১৩।
http://www.priyo.com/2013/04/03/14872.html
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন