মদীনা সনদের কতিপয় দফাঃ

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহশাহেদ ১৬ এপ্রিল, ২০১৩, ১০:৪৪:২৭ রাত

১) ইহুদীরা নিজেদের সমুদয় ব্যয়ের জন্য দায়ী হবে এবং মুসলমানরা নিজেদের ব্যয়ের জন্য দায়ী হবে।

২) এই চুক্তির আওতাভুক্তদের কোন অংশের সাথে যারা যুদ্ধ করবে সবাই সম্মিলিতভাবে তাদের সাথে সহযাগিতা করবে।

৩) এই চুক্তির অংশিদাররা সকলেই পরস্পরের কল্যাণ কামনা করবে। তবে সেই কল্যাণ কামনা ও সহযাগিতা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হতে হবে অন্যায়ের ওপর নয়।

৪) মযলুমকে সাহায্য করা হবে।

৫) যতদিন যাবত যুদ্ধ চলতে থাকবে ততদিন ইহুদীরাও মুসলিমদের সাথে যুদ্ধের ব্যয়ভার বহন করবে।

৬) এই চুক্তির অংশীদারদের জন্য মদীনায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা ও রক্তপাত নিষিদ্ধ থাকবে।

৭) এই চুক্তির অন্তর্ভূক্তদের মধ্যে কোন নতুন সমস্যা দেখা দিলে বা ঝগড়া-বিবাদ হলে আল্লাহ পাকের আইন অনুযায়ী রসূলে করিম ন তার মীমাংসা করবেন।

৮) কোরায়েশ এবং তাদের সাহায্যকারীদের আশ্রয় প্রদান করা হবে না।

৯) ইয়াসরেবের ওপর কেউ হামলা করলে সেই হামলা মোকাবেলায় পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে। সকল পক্ষ নিজ নিজ অংশের প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে।

১০) এই চুক্তির মাধ্যমে কোন অত্যাচারী বা অপরাধীকে আশ্রয় দেয়া হবে না। এই চুক্তি সম্পাদিত হওয়ার পর মদীনা এবং তর আশে পাশের এলাকা নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। সেই রাষ্ট্রের রাজধানী ছিল মদীনা। রসূলে করিম ন ছিলেন সেই রাষ্ট্রের মহান নায়ক। এর মূল কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে। এমনি করে মদীনা ইসলামী রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে নবী করিম ন পরবর্তী সময়ে অন্যান্য গোত্রের সাথেও একই রকম চুক্তি সম্পাদন কবেন।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File