তার চেয়ে তো এই ভাল.…

লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ২৪ মার্চ, ২০১৩, ০৯:৫৫:৩৩ রাত

ইচ্ছেগুলো পালিয়ে গেছে,

স্বপ্ন ভাঙ্গার আগেই,

ইচ্ছেগুলোকে রাখতে গেলে

মনটা থাকা লাগেই।

মনটা আমার নেই তো কাছে,

জানিনা ওটা কোথায় আছে,

কোন পাহাড়ের চূড়ায় আছে?

নাকি কোনো ফুলের গাছে?

খুজতে যেতেও ভয় হয় পাছে,

ফিরব না তো ঘুরে মিছে?

আলো ভেবে আলেয়ার পিছে?

তার চেয়েতো ভালই আছি,

মন না থাক আমিতো আছি,

মন দিয়ে আর হয় টা কি?

মন না থাকলে আর ভয় টা কি?

থাকলে পরেই ভয় বেশি,

এই হারালো, এই হারালো,

আমায় রেখে কোন সুন্দরীর

পিছন পিছন পা বাড়ালো?

তার চেয়ে তো এই ভাল.…

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File