সকল পুরুষই এক হইয়া থাকে
লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ২০ মার্চ, ২০১৩, ০৬:০৫:২৩ সন্ধ্যা
আজ এক ললনা আমাকে খেদের সহিত বলিল "তোমরা সব পুরুষই এক"
আমার জবাব- আসলে ইহা খুবই সত্য কথা। আসলেই সকল পুরুষ এক। আমার দেখা মতে একখানিই ছেলেকে পাইয়াছি যে অন্য যাবতীয় সব পুরুষ হইতে আলাদা।
ইহার জন্য উহাকে আমরা সকলে হাফ-লেডিস বলিয়া থাকতাম।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন