~~কারন~~

লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ০৭ মে, ২০১৩, ০৯:২৫:৪৫ রাত

যখন প্রথম দেখলাম তোমায়, মনে হলো

হ্যা, তোমাকেইতো খুজছি এতটাকাল ধরে।

ছিলাম অতি অভিমানী একজন,

তোমার ছোয়ায় হয়ে গেলাম অন্যরকম।

তুমি বললে, "এত বদলে গেছ কেন?"

তখন উত্তর দিতে পারিনি-- তার কারন তুমি।

সবাই বলে, আমি নাকি অনেক শান্ত হয়ে গেছি,

তখনো বলতে পারিনি কারন তুমি।

অনেকেই বলে, আমি নাকি খুব লাজুক হয়ে গেছি,

লজ্জায় বলতে পারিনি কারন তুমি।

কিন্তু হঠাৎ হয়ে গেলাম বিরহী বিদ্রোহী।

মন প্রশ্ন করে, "কেন হলাম বিদ্রোহী?"

এখনও বলতে পারিনা তার কারনও তুমি,

শুধুই তুমি…

কারন তুমি যে একান্তই আমার,

তোমাকে জানার আর কারও নেই অধিকার। । । ।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File