~~ চিরন্তন ~~

লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ১৭ এপ্রিল, ২০১৩, ০৯:৩৬:০২ রাত

বহু দূর, দূর অজানা

হয়তো চেনা আর নয়তো অচেনা

পথে দাড়িয়ে আছ তুমি,

আমি জানি থাকবেই,

কেননা তুমিও যে অভাগা আমারই মত,

সারা বিশ্বের আবর্জনা যত।

আমি ছিলাম, আছি, থাকবো

তোমারই সাথে,

খুজে দেখো পাবে অবশ্যই

না, না, চারদিকে না

একটু নজর দাও মনে,

আমি ছিলাম, আছি, থাকবো সেখানে………

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File