নষ্ট সমাজ ! ও বিভক্ত জাতি

লিখেছেন লিখেছেন ফারদিন ইসলাম ২০ মার্চ, ২০১৩, ০৮:১৯:২৮ সকাল

আজ আমাদের দেশ এক মহা দূর্দিন ও সংকটের আর্বতে জড়িয়ে গেছে । আজ এর জন্য দায়ী সমাজের উচু স্তর থেকে নিন্ম স্তর সব পেশার,সব শে্রনীর,শিক্ষিত অশিক্ষিত ,সকলে সমানভাবে দায়ী । সমাজের মানুষগুলো সব বিবেকশুণ্য ও মেধাশুণ্যতায় আচ্ছাদিত । জাতি আজ মহাকালের মহা সংকটাবস্থায় সময় পার করছে; কিন্তু কেন? আজ জাতির এই হাল কেন ? আজ যদি জাতিগত বা গোষ্ঠিগতভাবে দেশ বিভক্ত হতো তাহলে সেটা মেনে নেয়া যেতে; জাতি বর্তমানে কয়েকটি ধারায় বিভক্ত হয়ে আছে । দেশে বর্তমানে জাতিগত বা গোষ্ঠীগত কোনো সমস্যা নেই । আমরা হিন্দু,মুসলিম,বোদ্ধ ও খৃষ্টান এটা কোনো আমাদের সমস্যা নয় । আমাদের প্রধান সমস্যা হলো ধর্মগত ও রাজনীতিগত সমস্যা,আর এই ধর্মগত ও রাজনীতিগত সমস্যা দূর করতে হলে আমাদের প্রয়োজন সুহাদ্ধ্য ও সমপ্রীতি । আমাদের সকলকে এটাই ভাবতে হবে যে,আমরা এক জাতি এক সমাজ ও এক দেশের নাগরিক । আমরা বাংলাদেশী বাংলা আমাদের মায়ের ভাষা । আজ আমাদের নষ্ট সমাজনীতি ও বিকৃত মননশীলতা থেকে বের হয়ে আসতে হবে যতো দিন আমরা আমাদের এক জাতি ও দেশ হিসেবে নিজেদের ভাবতে না শিখবো ততোদিন পর্যন্ত এই দেশ থাকবে নষ্ট সমাজ হিসেবে,আর জাতি থাকবে বিভক্তির দোধল্যতায় । তাই আমরা নিজেদের দেশটাকে নষ্ট সমাজ ও বিভক্ত জাতি হিসেবে দেখতে চাই না ? আমাদের আছে মর্যাদাপূর্ণ স্বাধীনতা ও গর্বিত মুক্তিযুদ্ধের এক মহান ইতিহাস আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতার মর্যাদা ও সম্মান বাচাতে চাই তাহলে এই নষ্ট সমাজ ও বিভক্ত জাতি থেকে আমাদের ফিরে আসতেই হবে ।

বিষয়: বিবিধ

২০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File