লন্ডনে সমকামীদের একটি প্রাইডে বাংলাদেশী যুবকদের অংশগ্রহণ !

লিখেছেন লিখেছেন ফারদিন ইসলাম ৩০ জুন, ২০১৬, ১২:৩১:১১ রাত

গত ২৫শে জুন লন্ডনে লেসবিহাইন গে বাইসেক্সচুয়াল ট্রান্স সেক্সচুয়াল( LGBT ) রেলিতে অংশগ্রহণ করেছে এক দল বাংলাদেশী ৷ তাদের হাতে ছিলো বাংলাদেশী পতাকা ফেস্টুন প্লেকার্ড ব্যানার ও নানা রকম সাজ পোশাক ৷এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত ৷ গত ২৫ জুন তারিখ এক বন্ধুর সাথে দেখা করতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার যাই! যাওয়ার পথে বাংলাদেশী বেশ কিছু যুবক সমকামীদের ঐ রেলীতে নাচতে ও উল্লাস করতে দেখে আমি দুর থেকে কিছু ছবি তুলে নেই।

বিলাতের এই যুবকদের উচ্ছাস দেখে স্পষ্টই বুঝা যাচ্ছে যে,পশ্চিমাদের এই অপসংস্কৃতি যেকোনো ভাবে বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করতে চায় !

এতে করে এদের উস্কানি পেয়ে বেড়ে যেতে পারে বাংলাদেশি লুকিয়ে থাকা সমকামী গুষ্টির দৌরাত্ম ,বাংলাদেশে সমকামীদের আনাগোনা চোখে পড়ার মতো নাহলেও এদের নিয়ে এখুনি চিন্তা করতে হবে । এই নোংরা সংস্কৃতি,আর বিপথগামী যুবকদের ব্যাপারে এখনই সচেতন হতে হবে,না হলে এদের মাধ্যমে কুলষিত হতে পারে আমাদের পরিবার সমাজ তথা রাষ্ট্র ও যুবকদের নৈতিক পদস্থলন দিন দিন আরো ভয়ানক আকার নিতে পারে ।

পারিবারিক মূল্যবোধ স্নেহ ভালোবাসা শ্রদ্ধাবোধসহ সমস্ত সামাজিক বন্ধনকে ধ্বংসের প্রচেষ্টায় লিপ্ত বিপথগামী এই যুবকদের এখনই রুখতে হবে৷কিসের জন্যে বাংলাদেশী যুবকরা সমকামীতার মতো ঘৃণিত কাজে জড়িয়ে যাচ্ছে ? কি তাদের হীন উদ্দ্যেশ !

১. সমকামী এই যুবকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া৷

২. পারিবারিক ও সামাজিক ভাবে বয়কট করা ৷

৩.এরা যেনো কোনোভাবে বাংলাদেশে ঢুকতে না পারে সরকারিভাবে তার ব্যবস্থা গ্রহন করা হয় !

৪.তদন্ত করে এদের বের করে নিষিদ্ধ করা হয়৷

৫.দেশে অবস্থানরত সমকামীদের চিহ্নিত করে ধর্মীয় ও সামাজিক সালিশের মাধ্যমে বিচার করা৷

৬. এই সমকামী পাপীদেরকে এমনভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে যেন দেশের বাইরে থেকে কোনো সমকামী ঢুকতে না পারে ! এসব যুবকরা বাংলাদেশে সমকামীদের বীজ রোপন করার চেষ্টায় মত্ত হয়ে আছে !

৭. আমাদেরকে এখনি এদের ব্যাপারে আরো সচেতন হতে হবে অন্যদেরও সচেতন করতেহবে ৷সামাজিকভাবে এসব ঘৃনিত কাজকে প্রতিহত করতেই হবে না হয় পরবর্তী প্রজন্ম ধবংসের দ্বার প্রান্তে চলে যাবে ।

৮. আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা করতে হলে

পশ্চিমা অপসংস্কৃতি সমকামিতা ও সমকামীদের রুখতে হবে৷

৯. এইসব পাপীদের প্রকাশ্যে বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে দিতে হবে, যেন পরবর্তীতে আর কেউ বিপথে না যায় ৷

সমকামীতা একটি ঘৃনিত ও জঘন্য অপরাধ এ ধরনের বিকৃত যৌন অপরাধ থেকে দেশ জাতি ও সমাজকে রক্ষা করতে আমাদের দল মত সকলকে এগিয়ে আসতে হবে যাতে পশ্চিমা বিকৃত যৌনচার আমাদের দেশেও বিস্তার লাভ করতে না পারে ! বেশ কিছুদিন আগে বাংলাদেশেও এভাবে এক দল যুবক একটি রেলী বের করার চেষ্টা করে বলে বিভিন্ন পত্র পত্রিকা ও ফেইসবুকে খবর প্রকাশিত হয় সুতরাং এখন আমাদের সাবধান হতে হবে ! আমাদের সন্তান আমাদের পরিবার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ।

বিষয়: বিবিধ

২৬২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373546
৩০ জুন ২০১৬ রাত ০১:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লন্ডনে তারা কি করছে সেটার চেয়ে বড় সমস্যা এখন সরকারি পৃষ্ঠপোষকতায় এই অপকর্মকে উৎসাহিত করা হচ্ছে। শুধু সামাজিক প্রতিরোধ একে ঠেকাতে পারবেনা।
৩০ জুন ২০১৬ বিকাল ০৫:২২
310087
ফারদিন ইসলাম লিখেছেন : আসলেই সব কিছুতে সরকারের দিকে তাকিয়ে লাভ হবে না । সামাজিকভাবে প্রতিরোধই অনেক সময় সরকারকে বাধ্য করে ।
373548
৩০ জুন ২০১৬ রাত ০১:৪৩
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আসলে এদের আপনি বা আমি ঠেকাতে পারবোনা যতক্ষণ সরকার তো এদের পেট্রোনাইজ করছে।
৩০ জুন ২০১৬ বিকাল ০৫:২১
310085
ফারদিন ইসলাম লিখেছেন : আপনি ঠিক বলেছেন তারপরও আমাদের সকলকে এগিয়ে এসে এদেরকে রুখতেই হবে।
373554
৩০ জুন ২০১৬ রাত ০৪:০১
শেখের পোলা লিখেছেন : সরকারতো এদেরই খুঁজছে। এরাইতো প্রকৃত আধুনিক প্রজন্ম। এই যুবকরা কোন না কোন বয়ষ্ক পিতা মাতার সন্তান।তারা বাধা দেয়না কেন? তাহলে কি তারাও!
৩০ জুন ২০১৬ বিকাল ০৫:১৯
310084
ফারদিন ইসলাম লিখেছেন : আল্লাহ আমাদের হেফাযত করুন । আমীন !
373568
৩০ জুন ২০১৬ সকাল ০৯:৫২
হতভাগা লিখেছেন : দিনকে দিন এদের সংখ্যা ও সাপোর্টার বাড়ছে । নিজ নিজ আদালতও তাদেরেকে রেটিফাই করছে আর সরকারের থাকা লোকেরাও এটাকে মানবাধিকার বলছেন । অথচ আল্লাহ এটাকে জঘন্য পাপ বলেছেন ও কঠিন শাস্তি দিয়েছিলেন এবং রাসূলরাও এটার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কামনা করেছেন ।

লুত (আঃ) এর কওমের লোকেরা এই বিকৃতকাজের চরমে চলে গিয়েছিল বিধায় আল্লাহ এদেরকে সমূলে ধ্বংস করে দেবার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন ।

এদের শাস্তি হচ্ছে পাহাড় থেকে ফেলে মেরে ফেলা । কিন্তু এসব কিছু করতে গেলে আরও কালারড হয়ে যাবে মুসলমানেরা ।

ইন শা আল্লাহ - আল্লাহই এদেরকে আবারও সাইজ করে ফেলবেন ।
৩০ জুন ২০১৬ বিকাল ০৫:১৭
310082
ফারদিন ইসলাম লিখেছেন : আল্লাহ তায়ালা আমাদের সকলকে এ ধরনের ফেতনা থেকে হেফাজত করুন। আমীন !
373598
৩০ জুন ২০১৬ দুপুর ০১:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : একটি এলান
Click this link
৩০ জুন ২০১৬ বিকাল ০৫:১৮
310083
ফারদিন ইসলাম লিখেছেন : আল্লাহ আমাদের সহায় হোন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File