জনপ্রিয়তায় সবার ওপরে টুডে

লিখেছেন লিখেছেন ফারদিন ইসলাম ১৭ মার্চ, ২০১৩, ০৬:৫৪:৫২ সন্ধ্যা

আসসালামু আলাইকুম,

সকল সম্মানিত ব্লগার ও টুডে ব্লগের সম্মানিত মডারেশন কর্তৃপক্ষ ও অগনিত পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ।আমি একজন নতুন ব্লগার হিসেবে আমার প্রিয় ব্লগ টুডে এর সফলতা কামনা করি ও এই ব্লগের সকল ব্লগার, পাঠক ও শুভানুধ্যায়দের প্রতি রইলো প্রান ভরা ভালোবাসা।আমার আশা ও দৃঢ় বিশ্বাস যে , টুডে ব্লগ একটি সুন্দর বাধাহীন লেখার অংগীকার নিয়ে আমাদের মাঝে এসেছে এবং এসেছেই খুবই জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। অন্য ব্লগগুলির চেয়ে টুডে জনপ্রিয়তায় সবার শীর্ষে এখনই পৌছে গেছে। ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাবে বাধাহীন লেখার অংগীকার নিয়ে এই প্রত্যাশা আমাদের সকলের । আপনারা যারা অনেক আগে থেকে এ ব্লগের সাথে আছেন তাদের সুস্বাস্থ্য কামনায় ।

আর অপেক্ষা না করে চলে এলাম টুডে ব্লগে আপনাদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ । দোয়া চাই দোয়া করি ।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File