টুথপেস্টের টিউবের নিচে থাকা রঙের অর্থ কী? জেনে নেন।

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম টিটু ৩০ জানুয়ারি, ২০১৬, ১১:৫৬:৩১ রাত



প্রত্যেক মানুষই দিনে একবার বা দুবার টুথপেস্ট ব্যবহার করেন। প্রতিদিনই তাই এই পণ্যটি হাতে নিতে হয়। অথচ কখনো কি খেয়াল করেছেন, এর নিচের দিকে কিছু রং দেওয়া থাকে? এই রংগুলো কিন্তু এমনিতেই দেওয়া হয় না। এগুলো দিয়ে বোঝানো হয় কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে টুথপেস্টটি, যাতে কেনার সময় আপনি নিজের পছন্দ অনুযায়ী কিনতে পারেন পণ্যটি। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট মেটা গার্লি আমাদের জানিয়েছে এই রঙের অর্থ কী।

সবুজ : সব উপাদান প্রাকৃতিক (এই টুথপেস্ট তৈরি করতে সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে)

নীল : কিছু উপাদান প্রাকৃতিক ও কিছু মেডিসিন (এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে)

লাল : কিছু উপাদান প্রাকৃতিক ও কিছু রাসায়নিক দ্রব্য (এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে)।

কালো : সব উপাদান রাসায়নিক দ্রব্য (এই টুথপেস্ট তৈরি করতে সব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে)।

মূলত এই রং পণ্যটিকে প্যাকেটজাত করার সময় কাজে লাগে। কারণ স্ক্যানারের মাধ্যমে রং দেখে সেই অনুযায়ী ভাগ করে প্যাকেটে ভরা হয়। তবে এই রং দেখে উপকৃত হতে পারেন ক্রেতারাও। এবার আপনিই সিদ্ধান্ত নিন এখন থেকে কোন রঙের টুথপেস্ট আপনি বেছে নেবেন।

উৎসঃ এনটিভিবিডিডটকম

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358079
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০২:৪০
শেখের পোলা লিখেছেন : বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ৷
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৮
297404
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
358081
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০৪:০৫
কাহাফ লিখেছেন : রং-এর এমন ব্যব হার অনেক জিনিসেই দেয়া যায়! যদিও এর অর্থ কী তা জানা ছিল না!
ধন্যবাদ জানিয়ে দেয়ায়!!
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৭
297403
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
358097
৩১ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:১৪
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৭
297402
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : ওয়া ইয়্যাকা।
358237
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৫৭
ছালসাবিল লিখেছেন : Thumbs Up Thumbs Up Bee Love Struck
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫২
297401
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : Good Luck
358493
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
হতভাগা লিখেছেন : চমৎকার পোস্টের জন্য আপনাকে জাজাক আল্লাহু খাইরান ।

টুথপেস্ট দিয়ে কতক্ষণ দাঁত মাজতে হয় ?
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫২
297400
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : যতটুকু জানি সর্বোচ্চ দুই মিনিট দাঁত মাজতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File