ইসলামে নারীর কর্তব্য

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম টিটু ০৮ জুলাই, ২০১৩, ০১:৩২:৫৯ রাত

ইসলাম হচ্ছে একটি সুন্দর , পরিপূর্ণ ও ভারসম্যপূর্ণ জীবনবাবস্থা। ইসলাম নারীর অধিকার সুনির্দিষ্ট করে দিয়েছে তেমনি তার কর্তব্যও সুনির্দিষ্ট করে দিয়েছে। একজন নারীর কাছে জাতি যা প্রত্যাশা করে তার কিছু অংশ মনে করার চেস্থা করবো----

ক। একজন মুসলিম নারীর প্রথম কাজ হল তাওহীদের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং ইসলাম অনুযায়ী আমল করা। নামাজ পড়া, তার নিজ সম্পদের যাকাত দেওয়া এবং সামর্থ্য থাকলে হজ্জ পালন করা। আর মেয়েদের জন্য ছালাতুল জুমা কে ঐছিক করা হয়েছে।

খ। তাকে সবসময় তার সতীত্ব রক্ষা করতে হবে। সে কারো সাথে বিবাহ বহির্ভূত কোন সম্পর্কও রাখা যায়েয নয়। পুরুষের জন্যও একই হুকুম।

গ। ইসলামের বিধি বিধান মতে সন্তান লালন পালন করা তার কর্তব্য। পরিবারের রক্ষক সে । আর স্বামী হল নারীর রক্ষক।

ঘ। নারী হল পরিবারের রানী এবং গারস্থথের বাবস্থাপক।

ঙ। সে যখন বাইরে যাবে তখন অবশ্যই যেন ভদ্র পোশাকে ও হিজাবের সহিত বের হয়। সে পুরুষের

পোশাক পড়তে পারবেনা। ( সুরাহ আল-আহাযাব—৩৩:৫৯, সুরাহ আন নূর---- ২৪ : ৩০-৩১)

চ। হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসুল (সঃ) বলেন, যেসব পুরুষ নারীর সাথে এবং যেসব নারী পুরুষের সাথে সাদৃশ্য রেখে বেশভূষা গ্রহণ করলো তাদের উপর আল্লাহ্‌র অভিসম্পাত।

(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ )

ছ। সে তার স্বামীর সাহায্যকারিনী। একজন বিশ্বস্ত স্ত্রী একটি পোশাকের মতো, সে তার স্বামীর জন্য শান্তি , ভালবাসা, সুখ ও পরিতৃপ্তির উৎস।

(সুরাহ আন-রুম---- ৩০ : ২১, সুরাহ বাকারা--- ২ : ১৮৭ )

জ। তাকে যদি আল্লাহ্‌র হুকুম অমান্য করতে বলাহয় তাহলেই শুধু সে তার স্বামী, বাবা-মা, ভাই, বোনের আদেশ অমান্য করবে। (সুরাহ আত-তাওবাহ---- ৯:২৩)

আল্লাহ্‌ আমদের প্রত্যেক নারীদের কে এসব বোঝার ও মানার তৌফিক দান করুন, আমীন।

কপি

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File