পুলিশ যখন বলে "" উই আর নট ডুইং এনিথিং " এবং রাস্তায় পাবলিকের ভোগান্তি।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২৭ মার্চ, ২০১৩, ০৩:৫৩:২২ দুপুর
অন্য হরতালের মত আজও শ্যামলী থেকে রিক্সা ভাড়া করে রওয়ানা দিলাম অফিসের উদ্দেশ্যে। গন্তব্য বনানী।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আসার পরে পুলিশ রিক্সা থেকে নামিয়ে দিল এবং রিক্সা ঘুরিয়ে দিল।
জিজ্ঞেস করলাম পুলিশের সার্জেন্টকে, ভাই কি সমস্যা???
সার্জেন্টঃ ভিআইপি রোডে রিক্সা চলবে না।
বললামঃ মানে কি তাহলে আমরা যাবো কিভাবে? এটা আপনারা ভালো করেন নি, আপনারাই তো বিরোধীদলের হরতাল সফল করে দিচ্ছেন। এখান থেকে তো আমাদের অফিসে যাওয়ার উপায় নাই।
সার্জেন্টঃ যান, আমরা খারাপ। আপনারা কিভাবে অফিসে যাবেন সেটা আমার দেখার বিষয় নয়।
একথা বলে সে হোন্ডা নিয়ে চলে গেল।
এবার পেলাম আরেক সার্জেন্টকে, আমার সাথে যোগ দিল আরো কয়েক জন মাঝবয়সি ভদ্রলোক ও দুইজন মেয়ে।
আমরাঃ (পুলিশকে উদ্দেশ্য করে, বেশ উত্তেজিত) আপনারা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছেন কেন, আমাদের যাওয়ার ব্যবস্থা আপনারা করেন। আপনারা আপনাদের গাড়ী করে আমাদের দিয়ে আসেন। (আরো অনেক উচ্চবাচ্য)।
সার্জেন্টঃ আমরা কিভাবে আপনাদের পোঁছে দেব, আমাদের কিছু করার নাই।
(এভাবে চলতে থাকলো অনেক তর্কাতর্কি)
সার্জেন্টঃ ভিআপি মুভমেন্ট আছে
আমিঃ ভিআইপি মুভমেন্ট তো নতুন নয়। আর তাহলে তো রাস্তা বন্ধ করে রাখবেন কিছুক্ষন কিন্তু গাঁড়ী ঘুরিয়ে দিবেন কেন?
এক পর্যায়ে গাড়ী হাকিয়ে এলেন এক "এসি" এবং এসেই,
খুব উত্তেজিত হয়ে, এই কি হয়েছে এখানে আপনারা হাত উছিয়ে কথা বলছেন কেন?
একটা মেয়েঃ আপনারা নাকি জনগণের জন্য কাজ করেন তাহলে আমাদেরকে এমন দুর্ভগের মধ্যে ফেললেন কেন এখানে নামিয়ে দিলেন কেন? (আরো অনেক কথা)
আমিঃ হরতাল তো সারাজীবনই দেখে আসলাম। এটা তো নতুন কিছু নয়, আপনাদেরকে আমাদের অফিসে যাইতে বাঁধা দেওয়ার অধিকার কেউ দেয়নাই। ((আরো অনেক কথা)
এসিঃ নাহ আমরা জনগণের জন্য কিছু করি না, আমরা যা করি সরকারের জন্য, বেশী চিল্লাইলে একদম থানায় নিয়ে যাবো (আরো অনেক কথা)।
আমার উত্তরঃ হ ঠিকই বলছেন, পারেন তো এটুকুই করতে, তো নেন থানায়। (দুহাত উছিয়ে দিলাম।), এসি আমার দিকে তাকিয়ে আছে।
হঠাৎ করে একটা "গ্রামীন হিউম্যান হলার" আসলো এবং সার্জেন্ট ওটাকে থামালো আর আমাদেরকে ওটাতে উঠে যেতে বলল। আমরা উঠতে যাচ্ছি এমন সময় এসি খুব উচ্ছোস্বরে আমাদেরকে বললেন, আমাদের কি করার আছে?
" উই আর নট ডুইং এনিথিং "
আমি গাড়ীতে উঠে ভাবনায় পড়ে গেলাম।
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন