আওয়ামীলীগ একদিকে জামায়াত নেতাদের হত্যা-গ্রেপ্তার-মামলা-নিপিড়ন করছে অন্যদিকে জামায়াতের উপকার করছে।!!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২৪ মার্চ, ২০১৩, ০৫:০৭:১৮ বিকাল

মানবজমিনে পড়লাম জামায়াত বিরোধী মখা (মহা!!!!) সমাবেশে হাজার জন লোকসমাগমও হয় নাই। অনেকে বলেছে ছাত্রলীগ, আওয়ামীলীগ, হাইকোর্টের ফকির লীগ, পুলিশ-র‍্যাব-ডিবি লীগ, ওলামালীগ ও মাসুদলীগ মিলিয়ে মোট ৭০০ জনের বেশী হবে না।

ঘটনাটা কি সত্যি!!!! আবার টিভি বা পত্রিকায় ও পাবলিকের কোন চবি দেয়নাই। মানে কি??

আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামীগ যেমন ভাবে ট্রাইব্যুনালকে বিভিন্ন ভাবে বিতর্কিত করে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে, সাঈদি সাহেব নির্দোষ ঠিক তেমনি এমন একটা ফ্লপ সমাবেশ করিয়ে তাঁরা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করছে যে জামায়াত আসলেই একটি ইসলামিক দল ও জামায়াত শিবিরকে আসলে মানুষ খারাপ চোখে দেখেনা এবং জামায়াত-শিবির নিষিদ্ধে মানুষের আসলে কোন ইচ্ছাই নাই।

সদিচ্ছা থাকলে তো পাঞ্জাবী টুপি পরিয়ে সকল লীগ গংরেই তাঁরা মতিঝিল নিয়ে যেত। নাকি সকল লীগ গং কুলখানীতে ঐ সময় খাইতে গেছিল!!!!

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File