যে যেমন সে সেভাবেই অন্যকে চিন্তা করে। বিভ্রান্ত হওয়ার কিছু নাই।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ১৯ মার্চ, ২০১৩, ১২:৩৭:১৬ দুপুর
এক লোক প্রতিদিনের মত ভোর রাতে তাহায্যতের নামাজ পড়ার জন্য পুকুরের একপাড়ে ঘাটে অজু করতেছে,
আরেক লোক রাতভর চুরি করে ভোররাতে ঐ একই পুকুরের অন্যপাড়ে হাত মুখ ধুইতে নামছে।
ধার্মীক লোক অন্য পাড়ে আরেক জনকে ঝাপসা দেখে চিন্তা করতেছিল, ওহ আল্লাহ আমি মনে করেছিলাম এই এলাকায় আমিই একমাত্র তাহায্যতের নামাজ পড়ি, এখন তো দেখি আরেকজন আছে। যাক আরেক জন ধার্মীক পাওয়া গেল।। আলহামদুলিল্লাহ।
অন্য দিকে চোরা আরেক পাড়ে লোক দেখে চিন্তা করতেছে, সব্বনাশ আমি মনে করেছিলাম এই এলাকায় আমিই একমাত্র চোর এখন দেখি আরো চোরা আছে। এ তো দেখি আমার এলাকার জিনিষে ভাগ বসাইলো। একি সর্বনাশ হইলো।
যে যেমন সে সেভাবেই অন্যকে চিন্তা করে।
সকল পাগল বলে থাকে আমি পাগল না, হউক সে আদালত কর্তৃক স্বীকৃত।
সকল পাগলই অন্য সবাইকে পাগল মনে করে কিংবা অস্বাভাবিক মনে করে
সুতরাং ............
সকল খারাপ পাবলিকই চায় যারা ভালো লোক আছে অথবা নিজের চাইতে কিছুটা ভালো, তাদেরকে নিজের পর্যায়ে উপস্থাপন করতে বা তার চাইতেও খারাপ ভাবে উপস্থাপন করতে।
নিজের সীমাহীন অপকর্ম মন্দের ভালো হিসাবে উপস্থাপন করার জন্য অন্যকে বিভিন্ন ভাবে ফাঁসিয়ে ও দেয়ালে পিঠ ঠেকিয়ে আক্রমনাত্বক আচরনে বাধ্য করে সেটাকে খারাপ(তান্ডব) ভাবে প্রচারের সকল যন্ত্র যখন নিজের হাতে তখন সে সুযোগ ব্যবহার তো করবেই।
এতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন