জানিয়ে দিচ্ছি আজকের হরতালের চিত্রঃ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ১৮ মার্চ, ২০১৩, ০২:২৪:২২ দুপুর
এজিবি কলোনীর এক চিপা গলিতে হরতালের পক্ষে মিছিল করেছে জাতীয়তাবাদী যুব মহিলা দল।
করাইল বস্তিতে হরতালের পক্ষে সমাবেশ করেছে চিচকে চোর দল। সেখানে তাঁরা ঘোষনা দিয়েছে হরতালে দোকানপাট খোলা রাখলে দোকানের সামনের দিকে রাস্তার পাশ্বে যা পাবে তাঁরা তা নিয়ে যাবে।
রাজধানীর বারিধারায় এক বাসার আন্ডারগ্রাউন্ডে সমাবেশ করেছে জাতীয়তাবাদী ভিভিআইপি দল।
মিরপুরের এক চিপা গলিতে মিছিল করেছেন ছাত্রদলের ৬/৭ জনের এক বিশাল দল। এখানে তাঁরা কয়েকটি বাই-সাইকেল ও ঠেলাগাড়ী ভাংচুর করার পরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে বিএনপি দলের প্রধান কার্যালয়ের ভেতরে সমাবেশ করতে ভয় পাওয়ায় ও গ্রেপ্তার আতঙ্কে দলের শীর্ষ নেতা কর্মীরা মহিলা দলের কার্যালয়ে অবস্থান করছে এবং মুহুঃমুহুঃ স্লোগান দিচ্ছে।
অন্যদিকে হরতালের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী চাপাতী লীগ, আওয়ামী কশাই লীগ, আওয়ামী পিস্তল লীগ ও আওয়ামী পাগল লীগ।
এদিকে খবর পাওয়া গেছে শরিয়তপুর শহরে চাপাতীলীগের এক মিছিলের খবর শুনে ছাত্রদলের এক নেতা ভয়ে পালাতে গিয়ে বাড়ীর পাশ্বের পুকুরে ঝাপ দিয়ে পুকুরে রাখা বেত গাছের ঝোপের মধ্যে আটকে গিয়ে চুটতে না পেরে মারা গিয়েছে। এখবর চড়িয়ে পড়লে এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এদিকে বিশিষ্ট জনেরা মত দিয়েছেন যে, হরতালের আগের দিন যেন কেউ গাড়ি বের না করে। কারন বিএনপি হরতালের দিন কিছু করতে পারে না, নুন্যতম মিছিল করতেও ভয় পায়। যা করে হরতালের আগের দিন ভিড়ের মধ্যেই করে। তাই সবাইকে হরতালের দিন নির্ভিগ্নে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন