== মেধা শূণ্যে স্লো পয়জনিং ষড়যন্ত্র ==

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২৯ নভেম্বর, ২০১৪, ০১:১২:৪২ রাত

== মেধা শূণ্যে স্লো পয়জনিং ষড়যন্ত্র ==

কোমলমতি ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পায়, তার পরে সেটা নিয়ে পড়ে, পরীক্ষাকেন্দ্রে গিয়ে আগের পাওয়া প্রশ্নের উত্তর দিয়ে আসে।

অভিবাবক জানে, ছাত্রছাত্রী জানে, সারা দেশের মানুষ জানে, পত্রপত্রিকা ও মিডিয়া জানে, তার পরে আমাদের মন্ত্রনালয় জানতে পারে যে, প্রশ্ন পত্র ফাঁস হয়েছে।

জানার পরেও মন্ত্রীরা এমন ভাব নেয় যেন সব রাবিশ আর বাকোয়াস কথা বার্তা। এর পরে মন্ত্রনালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয় প্রশ্নপত্র ফাঁস হয়নি। কিন্তু পরে প্রমান সহ তুলে দেওয়া হয়, তবু বড় কথা থামে না!!

সবই তো জানে, সবই তো ইচ্ছাকৃতভাবেই করছে। তবে কেন এত লুকোচুরি?!!!

খুব স্লো পয়জনে ও কুটকৌশলে আমাদের ছাত্রছাত্রীদের মেধা নষ্ট করছে, মেধাশূণ্য জাতী গঠনে কেন এত মরিয়া হয়ে উঠেছে তারা, তবে কি এটা কোন বিশেষ ষড়যন্ত্র?!!! তবে এই ষড়যন্ত্রকারী কারা? যারা লুকোচরি করছে তারা কিএ এই ষড়যন্ত্রের সাথে জড়িত নয়?!!

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289384
২৯ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫০
নিরবে লিখেছেন : অবশ্যই জড়িত
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৯
233673
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : কমেন্টের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File