জাতীর নাতী ও একটা পিঠার গল্প

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ১১ মার্চ, ২০১৪, ০৬:৪১:৫৯ সন্ধ্যা

এক ছেলে তার জেঠির(বড় মায়ের) ঘরে গিয়ে দেখে জেঠি পিঠা বানাচ্ছে, তো ঐ ছেলে জেঠির কাছে পিঠা চাইলো কিন্তু পিঠা দিল না, দ্বিতীয়বার চাইলো দিল না, তৃতীয়বার চাইলো তাও দিল না।

তখন ছেলে চলে আসতে গিয়ে নিজে নিজে বলে,

"জেঠির কাছে একবার পিঠা চাইলাম, দুইবার চাইলাম, তিনবার চাইলাম, দিল না। জেঠি না দিলে না দিছে, আমি কি জেঠির পিঠার কাঙ্গাল নাকি?!!!"

গল্পটার মিল খুজে পাবেন নিচের কথায়,

জাতীর প্রতিবন্ধী নাতী আজ কইলেন,

"বিশ্বব্যাংক টাকা দিলে দিবে, না দিলে না দেবে। আমরা নিজেরাই টাকা জোগাড় করে নেবো, আমরা ফকির না।"

দুঃখের হলেও মজার বিষয় হলো, কেন যে দিচ্ছে না সেটা যে আমরা ম্যাঙ্গো পাবলিক বুঝি, সেটা সে বা তার লোকজন বুঝে না।

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190670
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
বুঝিনা লিখেছেন : Winking Winking Winking Winking Winking আমরা ম্যাঙ্গো পাবলিক বুঝি,
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৯
142024
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
190713
১১ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গম কথা বলেছেন! Tongue Tongue Tongue Tongue
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৯
142025
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
190719
১১ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
সজল আহমেদ লিখেছেন : হু :-পি
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৯
142026
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
190720
১১ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : বিড়ালের পিঠাভাগ দুনিয়া আগেই দেখেছে৷ শুধু আওয়ামীরা দেখে নি৷
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:৪০
142027
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
190780
১১ মার্চ ২০১৪ রাত ০৮:৫৭
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:৪০
142028
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
190848
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাক্কা ভালা কতা কইছেন বদ্দা
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:৪০
142029
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File