বিডিয়ার বিদ্রোহের মামলার রায় Vs আমুর সংসদে দাঁড়িয়ে "সঠিক তদন্ত" তত্ব।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৬:৩১ দুপুর
যদি কখনো সঠিক ভাবে তদন্ত হয় তবে দেখা যাবে পিলখানা হত্যাকান্ডে খালেদা জড়িতঃ আমু (সংসদে)
প্রতিক্রিয়াঃ
১) ভরা সংসদে স্পিকার সহ কোন মন্ত্রী বা এমপি এর প্রতিবাদ করেনি।
২) যেহেতু কেউ প্রতিবাদ করেনি ধরে নেওয়া যায়, "সঠিক তদন্ত" হয়নি।
৩) "সঠিক তদন্ত" কেন করা হল না? কার স্বার্থে?!!
৪) খালেদার সাথে আওয়ামীলীগের এমন কোন সখ্যতা নাই যে, "সঠিক তদন্ত" না করে খালেদাকে বাঁচিয়ে দেবে।
৫) যেহেতু "সঠিক তদন্ত" হয়নি তাহলে এত জন বিডিয়ার জোয়ানের ফাঁসি ও সাজা কোন তদন্তের ভিত্তিতে দেওয়া হল? কেন দেওয়া হল?!
৬) কোন তদন্তের ভিত্তিতে তোরাব আলী ও পিন্টুকে সাজা দেওয়া হল বা আটক রাখা হল?!!
** আরো অনেক প্রশ্ন বা কথা বলা যায়, কথা বাড়ালাম না।
শুধু মাত্র সংসদে দাঁড়িয়ে আমুর এই উক্তি ও আওয়ামী এমপি মন্ত্রীদের নিরবতায় সংসদের ভয়েজ রেকর্ড নিয়েই হাইকোর্টে বিডিয়ার বিদ্রোহের মামলার রায়ের বিরুদ্ধে রিট করা যা না?!!! আপনারাই বলুন।
সঠিক তদন্ত না হয়ে এই নৃশংসতার মামলার রায়ের তিব্র প্রতিবাদ জানানো কি আদালত অবমাননা হবে?!!।
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন