শিশুদের সামনে কথা বলতে বা কিছু করতে সতর্কতা অবলম্ভন করা খুবই জরুরী।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১৭:১৫ সন্ধ্যা

> বাবা আমারে বিয়ে করাই দাও।

< না বুঝে অদ্ভুত দৃস্টিতে তাকিয়ে আছি ছেলের দিকে।

> ছেলে আবার বলে, বাবা আমাকে বিয়ে করিয়ে দিতে হপে।

< এই বার অবাক দৃস্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, বাবা কি বল্লা?!!

> আমাকে বিয়ে করায় দাও।

আমার ৩(তিন) বছরের ছেলে এইটা কি কইলো!!! আমি পুরা টাব্বুস খাইয়া তাকাইয়া আছি!!!

পাশে বসা আমার ছেলের ফুফু(আমার বোন) হাসতেছে। আমি বউরে ডাক দিলাম, এই শুনছো, ছেলে কি কয়?!!!

বউ আসার আগেই আমার বোন আমায় বলল, "আজ ওর বড় মা (আমার বড় ভাবী) ওরে আদূরে দুস্টমি করে বলেছে, "হিমেল, তোমায় বিয়ে করায় দেবো", মনে হয় সেইটা এখন বলতেছে"।

এতক্ষনে বউও এসে পড়লো আর আমাদের হাসির রোল পড়লো।

=================

চিন্তাঃ শিশুদের সামনে কথা বলতে বা কিছু করতে সতর্কতা অবলম্ভন করা উচিৎ। কারন শিশুরা যা শুনে ও দেখে তাহাই তারা রিপ্লাই করতে চায়। বিশেষ করে অযাচিত কথা ও কর্ম তারা বেশী খেয়াল করে বলেই আমার ধারনা।

বিষয়: বিবিধ

১৫০৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182009
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
নোমান২৯ লিখেছেন : ঠিক তাই ভাইয়া।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২১
134529
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
182014
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
প্যারিস থেকে আমি লিখেছেন : হু তাই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
135373
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
182016
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো পোস্টের জন্য ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
135374
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
182024
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
মদীনার আলো লিখেছেন : ১০০% ঠিক
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
135376
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
182036
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
নীল জোছনা লিখেছেন : Big Grin Big Grin Big Grin দেখছোনি কার্বার. তো বিয়া করায়ে দিলেই তো হয়
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
134561
বিডি রকার লিখেছেন : Tongue
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৮
135377
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : ক্যামতে বিয়া করাইতাম!!! পাত্রী পাই না তো!!! Winking
182049
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
সজল আহমেদ লিখেছেন : ঠিকই বলেছেন।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৮
135378
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪৮
135827
সজল আহমেদ লিখেছেন : জবাব দিবার জন্য আপনারেও ধইন্যবাদ ভাইজান।
182087
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই বলেছেন। এই ধরনের কথা অনেক সময় শিশূদের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৮
135379
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
182109
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৫
বিন হারুন লিখেছেন : ভাগ্য ভাল ছেলে বলে নি "বাবা আমি বিয়ের আগে প্রেম করব"
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৮
135380
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : এখনো প্রেম সম্পর্কে মনে হয় কিছু শুনে নি!!
182119
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবই এখন ডিজিটাল।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৮
135381
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : ঃ)
১০
182220
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৮
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রতিটি সন্তানের চরিত্র তার মাতাপিতার আচরনের বহিপ্রকাশ।তাই শিশুর সামনে শূধু বলা হয়, মাতাপিতাকে শিক্ষা ণেয়া উচিত কি বললে সন্তানটি ভাল হবে।

ধন্যবাদ গো ভাই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৯
135382
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১
182423
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৭
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৯
135383
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File