শিশুদের সামনে কথা বলতে বা কিছু করতে সতর্কতা অবলম্ভন করা খুবই জরুরী।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১৭:১৫ সন্ধ্যা
> বাবা আমারে বিয়ে করাই দাও।
< না বুঝে অদ্ভুত দৃস্টিতে তাকিয়ে আছি ছেলের দিকে।
> ছেলে আবার বলে, বাবা আমাকে বিয়ে করিয়ে দিতে হপে।
< এই বার অবাক দৃস্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, বাবা কি বল্লা?!!
> আমাকে বিয়ে করায় দাও।
আমার ৩(তিন) বছরের ছেলে এইটা কি কইলো!!! আমি পুরা টাব্বুস খাইয়া তাকাইয়া আছি!!!
পাশে বসা আমার ছেলের ফুফু(আমার বোন) হাসতেছে। আমি বউরে ডাক দিলাম, এই শুনছো, ছেলে কি কয়?!!!
বউ আসার আগেই আমার বোন আমায় বলল, "আজ ওর বড় মা (আমার বড় ভাবী) ওরে আদূরে দুস্টমি করে বলেছে, "হিমেল, তোমায় বিয়ে করায় দেবো", মনে হয় সেইটা এখন বলতেছে"।
এতক্ষনে বউও এসে পড়লো আর আমাদের হাসির রোল পড়লো।
=================
চিন্তাঃ শিশুদের সামনে কথা বলতে বা কিছু করতে সতর্কতা অবলম্ভন করা উচিৎ। কারন শিশুরা যা শুনে ও দেখে তাহাই তারা রিপ্লাই করতে চায়। বিশেষ করে অযাচিত কথা ও কর্ম তারা বেশী খেয়াল করে বলেই আমার ধারনা।
বিষয়: বিবিধ
১৫২৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ গো ভাই।
মন্তব্য করতে লগইন করুন