গোটা দেশ যেখানে গুলি বৃস্টি মধ্যে, জেলখানা আর প্রিজন ভ্যান সেখানে স্বাধীন!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫১:৪৭ রাত

নারায়ে তাকবির - আল্লাহুআকবর !!

নারায়ে তাকবির - আল্লাহুআকবর !!

অনেক জোরে স্লোগান শুনে গাড়ী থেকে বাহিরে তাকিয়ে দেখলাম জায়গাটা পুরাতন এয়ারপোর্ট সংল্গন জাহাঙ্গীর গেট। সময় মাত্র সকাল ৮টা ৫০মিনিট।

মুহুর্তেই ভাবলাম, এইখানে মিছিল!!!! কিভাবে? কারো কোন প্রোগ্রাম তো আজ নাই?!!! প্রোগ্রাম হলেও এখানে তো মিছিল আসার কথা নয়?!!! যেখানে ৫ জনের মিছিলেই গুলি হয়, সেখানে জাহাঙ্গীর গেটে মিছিল?!!!!

মাথা ঘুরিয়ে বাহিরের দিকে তাকিয়ে খেয়াল করলাম রাস্তার ওপাশদিয়ে একটা প্রিজনভ্যান যাচ্ছে।। খুব খেয়াল করে দেখলাম আর যতদুর বুঝলাম, ভ্যানের ভেতরে ঠাঁসাঠাঁসি করা মানুষ। আর স্লোগানটা সেখান থেকেই আসছে এবং রাজপথ প্রকম্পিত করছে।।

=========================

যারা শয়তানের বিরুদ্ধে আন্দোলন করেছে বা করছে, তারা কোথাও থেমে নাই। সুযোগ পেয়ে প্রিজন ভ্যানেও তারা তাদের আন্দোলন ও দাবি জনগণকে জানিয়ে যাচ্ছে।

রাস্তায় মিছিলে গুলি চলে, সেই ক্ষেত্রে প্রিজন ভ্যান অনেক নিরাপদ।!!!

হে আল্লাহ্‌, এদের আন্দোলন সফল করুন। আমীন।

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180052
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৭
180067
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৯
অজানা পথিক লিখেছেন : আমীন
180097
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:১২
সজল আহমেদ লিখেছেন : কি আর কমু ভাই?বাংলাদেশের কুত্তায় খায় পলিথিন।
180124
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৭
সবুজেরসিড়ি লিখেছেন : আমীন . . .
180150
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৪
শিক্ষানবিস লিখেছেন : এই কুরআন তাদের থামতে দেয়নি, তারা থামবে না।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
134530
মোহাম্মদ আব্দুস সাত্তার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File