জেল খানাই বাংলাদেশ!!! নাকি পুরো বাংলাদেশই জেল খানা!!! অথর্ব বিরোধীদল হলে জাতির কপালে দুর্ভোগ অনিবার্য !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ০৯ এপ্রিল, ২০১৩, ১০:১৫:৪৭ সকাল

মাল মুহিত বলেছিল, এক মাসের মধ্যেই রাজনৈতিক সমস্যার সমাধান!!!

তার কথা চিন্তা করলে বুঝা যায় আওয়ামীলীগ আগে জামায়াতের শীর্ষ নেতৃবিন্দকে জেলে ঢুকিয়েছে, গত কিছুদিনে বিএনপির অলরেডি দুইশত'র অধিক শীর্ষ নেতা কর্মীকে জেলে ঢুকিয়েছে, গত মাস খানেক ধরে যা দেখছি তাতে মনে হচ্ছে বাল সরকার মাস খানেকের প্রজেক্ট হাতে নিয়েছে, গত পরশু বিএনপির নিতিনির্ধারনীর ১০ জনকে ঢুকিয়েছে, গতকাল আরেকজন, আগে আরো অনেক(অবশিষ্ট আছে কিনা গুনে দেখতে হবে)। এভাবে চলতেই থাকবে, অবশেসে বিএনপির প্লেনিং করার কেউ থাকবে না। এতেই সমাধান খুচ্ছেন বোধ হয় সরকার। পাগলের পাগলামি বলতে যা বুঝায় আর কি!!!

অথর্ব বিরোধীদল হলে জাতির কপালে দুর্ভোগ অনিবার্য !!

ক্ষমতার মোহে আওয়ামীলীগ না হয় জানোয়ারের মত আচরন করে রাজনীতি করার চেষ্টা করছে,

কিন্তু বিরোধী দল হিসাবে বিএনপি তার সঠিক মেধার রাজনীতি করতে অক্ষমতার কারনেই সরকারীদল এমন জালিমসুলভ কর্ম করতে পারছে। এটা স্বীকার করতেই হবে বিএনপির নেতৃত্বকে। এর জন্য যেমন নেতৃত্ব দায়ী ঠিক তেমনি কর্মী সমর্থকও দায়ী।

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File