একটি বাম-বাল ভন্ডামী ও হ্লুদ মিডিয়া ভন্ডামী প্রযোজনা।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুস সাত্তার ০৮ এপ্রিল, ২০১৩, ০২:০৮:৫৬ দুপুর
১৪ এপ্রিল মহাসমাবেশ!!!! এটা নেহায়েত বাটপারী ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। ঠিক যেমন ২১শে ফেব্রুয়ারী ডাক দিয়েছিল মহাসমাবেশের।
ওরে পাগল, ২১শে ফেব্রুয়ারী ও ১৪ এপ্রিল শাহাবাগে মহাসমাবেশের ডাক দেওয়া লাগে না, ঐ দুইদিন ওখানে এমনিতেই লাখোমানুষের মহাসমাবেশ হয়ে যায়।
পারলে একদিন আগে বা পরে কর!!!!
পুরো ফেব্রুয়ারীতে বইমেলার কারনে এমনিতেই অনেক লোক পাইয়া, মিডিয়া সেগুলারে করছে শো। অন্যদিকে প্রতিদিন বিকাল বেলায় শাহাবাগে এমনিতেই ৫-৭ হাজার লোক আড্ডার জন্য যায়।
১লা বৈশাখের লোকদেরকে তোমাদের মহাসমাবেশের লোক দেখিয়ে মিডিয়ায় প্রচার করতে চাও!!! হেফাজতে ইসলামের সাথে কম্পিটিশান কর!!! মানুষ এখন সব বুঝেরে পাগলা!!!!
এটাকে বাম-বাল ও মিডিয়ার ভন্ডামী ছাড়া আর কিছু মনে হয় না।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন