ফেসবুকে কিছু কম্বল মুজাহিদদের লাফালাফি এবং কিছু কথা Worried

লিখেছেন লিখেছেন দুলাভাই ৩১ মার্চ, ২০১৪, ১২:৪২:৩৯ রাত

ফেসবুকে একদল জিহাদী আছে। এদের কাছে এরদোগান খারাপ। জামায়াতে ইসলামী খারাপ। মুসলিম ব্রাদারহুড খারাপ। ওদের কথা হলো প্রচুর জিহাদ করতে হবে। তাই উনারা ফেসবুকে জামায়াত শিবিরকে শেখ হায়েনার বিরুদ্বে অস্ত্র তুলে নিতে উস্কানি দেয়।

কিন্তু কথা হলো তারা নিজেরাও জিহাদ করে না।

কয়েকদিন আগে আলকায়েদার কথিত ভিডিও নিয়ে এই সব কম্বলিদের কি লাফালাফি। একজনকে বললাম ভাই আল কায়েদা তো বাংলাদেশে জিহাদের ডাক দিয়েছে। কবে নামবেন জিহাদ করতে। উনি বলতেছে কই আলকায়েদা তো জিহাদে নামতে বলে নাই। তাদেরকে জিহাদের কথা বললে বলে আমাকে সিরিয়া , ইরাক পাঠানোর ব্যবস্থা করে দেন। আরে ভাই আপনি এত বড় জিহাদী , বিমানের টিকেট যোগার করতে না পারলে নিজ পায়ে হেটে ইরাক সিরিয়ার পথে রওনা দেন। আবার যদি বলেন সিরিয়া যাওয়ার কি দরকার? বাংলাদেশে ও তো আসাদের মত আরেকজন কসাই বসে আছে। তাদের বিরুদ্বে জিহাদ করেন না কেন ? উত্তরে বলে আমরা তো জামায়াত শিবিরকে আহবান করি কিন্তু তারা আসে না।

আচ্ছা জামায়াত শিবির তো খারাপ তারা তো আসবে না। কিন্তু যারা আপনাদের সাথে ফেসবুকে জিহাদ জিহাদ করতে করতে শেষ হয়ে যাচ্ছে অন্তত ওদের নিয়ে নামেন না। তারপর না হয় আরো কিছু লোক যোগ দিবে।কিন্তু তিনারা তাও করবেন না। উনারা শুধু অন্যদের পিছনে সমালোচনা করতে উস্তাদ। এই সব কম্বল মুজাহিদরা জামায়াত শিবির হটাতে হাসিনার সাথে আতাত করতে দ্বিধাবোধ করবে না।

এরা এরদোগানকে সরাতে কামাল আর্তাতুকের দলের সাথে আতাত করার চেষ্টা করবে। এরা মুসলিম ব্রাদারহুডকে সরাতে রক্ত খেকো সিসির সাথে আতাত করবে। তবু ও ওরা কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় যাক এটা চাইবে না।

ফেসবুক থেকে সংগৃহিত Love Struck Happy

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200557
৩১ মার্চ ২০১৪ রাত ১২:৪৬
গেরিলা লিখেছেন : কম্বল মুজাহিদ Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৩১ মার্চ ২০১৪ রাত ১২:৫২
150317
দুলাভাই লিখেছেন : এদের গন্ডি কম্বলের ভিতর সীমাবদ্ব। Tongue
200560
৩১ মার্চ ২০১৪ রাত ০১:৩৩
বুঝিনা লিখেছেন : এরা এরদোগানকে সরাতে কামাল আর্তাতুকের দলের সাথে আতাত করার চেষ্টা করবে। এরা মুসলিম ব্রাদারহুডকে সরাতে রক্ত খেকো সিসির সাথে আতাত করবে। তবু ও ওরা কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় যাক এটা চাইবে না। Thumbs Up Thumbs Up
আজ তুরস্কে একমাস তাই দেখছি..
৩১ মার্চ ২০১৪ রাত ০২:০৪
150323
দুলাভাই লিখেছেন : নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে Surprised
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩১
150373
ঈগল লিখেছেন : ঐতিহাসিকভাবেই মিথ্যা তথ্য দিলেন!!!!!!!!! অথবা সাম্প্রতিক তথ্য এবং ঐতিহাসিক তথ্য আপনার কাছে দুষ্প্রাপ্য!!
200561
৩১ মার্চ ২০১৪ রাত ০১:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এরা এই ফেবুতে লিখতে জানে বাস্তবে আবাল
৩১ মার্চ ২০১৪ রাত ০২:০৪
150324
দুলাভাই লিখেছেন : একদম সত্যি কথা। কাজের বেলায় কিছু নাই
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৪
150377
ঈগল লিখেছেন : আপনার কাছে কি ওহী নাযিল হয়! না জেনে সব মুজাহিদদেরকে (ফেসবুকে যারা ক্যাম্পেইন করছে) আবাল বলে দিলেন! এই শিক্ষা আপনি কোথায় পেলেন?
-------------
নম্মাণিত ভাই, মন্তব্য করবেন সমস্যা নেই। কিন্তু মহান আল্লাহকে ভয় করা উচিত।
===========
সম্মাণিত ভাই, আপনাকে লিখতে বাধ্য হলাম কারণ যতটুকু জানি তাতে মনে হয়েছে দ্বীন হিসেবে আপনি ইসলামকেই মানেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার এবং মানার তাওফিক দান করুন।
200564
৩১ মার্চ ২০১৪ রাত ০২:১৭
ভিশু লিখেছেন : ভালো সংগ্রহ ও শেয়ার...Happy Good Luck
৩১ মার্চ ২০১৪ রাত ০২:৪১
150327
দুলাভাই লিখেছেন : ধন্যবাদLove Struck
200591
৩১ মার্চ ২০১৪ সকাল ০৫:১৮
তহুরা লিখেছেন :
200600
৩১ মার্চ ২০১৪ সকাল ০৭:১০
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : সোহাগ আহমেদ
ইসলামি আন্দোলনের দরদি এরদোগান ঁ_ঁ
গতকাল ইউটিউবে এক গোপন ভিডীয় প্রকাশিত হয়েছে যাতে দেখা গেছে তুরস্কের প্রধানমন্ত্রি এরদোগান সিরিয়া ইরাকের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গঠিত ইসলামি স্টেট অব ইরাক এন্ড শামের বিরুধ্যে মিলিটারি হামলা চালানোর জন্য গোয়েন্দা ও সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন।
আলোচনার বিষয়বস্তুঃ
ক. কিভাবে ইরাক ও সিরিয়ায় আগ্রাসন চালানো হবে? ট্যাংক না বিমান দিয়ে?
খ. কথিত আন্ত্ররজাতিক সম্প্রদায়কে কিভাবে বুঝ দেয়া হবে? বলা হবে এটা আল কায়েদার বিপক্ষে তুরস্কের স্বাধীনতা রক্ষার্থে।
গ. যুদ্ধ শুরুর অজুহাত কি হবে? সুলাইমান শাহ কবরে মিসাইল আক্রমনের মাধ্যমে যুদ্ধের সূচনা করা যেতে পারে...
ঘ. রাষ্ট্রদূতদের কিভাবে অন্য ভাবে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে আনা যায়?
ঙ. যুদ্ধের রসদ পত্র গোলাবারুদ কিভাবে পাঠান হবে?
সম্ভাব্য সামরিক আগ্রাসন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাউদওগলু, গোয়েন্দা প্রধান হাকান ফিদান এবং সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের অডিও টেপ ইউটিউবে প্রকাশ করে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউব বন্ধ করে দেয়া হয়।
প্রকাশিত ঘটনা যদি বাস্তবে রুপ নেয় মুস্তফা কামাল পাশা আর এই এরদোগানের মধ্যে পার্থক্য কি বলুন তো?
মুস্তফা কামাল পাশা যেভাবে খিলাফত ধ্বংস করেছিল একইভাবে এরদোগান খিলাফতের সৈনিকদ্রের বিরুধ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে,
মিশরে সিসির গণহত্যার সময় দেখেছিলাম এরদোগানের সেই কি মায়া কান্না!
ও সিরিয়া ইরাকের মানুষেরা বুঝি মুসলিম না? তাদের বিরুধ্যে সামরিক আগারসন চালাতে চাও যারা কিনা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করছে।
সব অভিনয় আমরা যে কবে বুঝব!
মুনাফিক অপেক্ষা কাফের উত্তম আল্লাহ সবাইকে বুঝাড় তৌফিক দিন
200633
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৮
ঈগল লিখেছেন : জামাতির সমস্যা হলো জিহাদীদের নিয়ে। অন্যদিকে জিহাদীরা (যারা মানুষদেরকে জিহাদের দিকে উদ্বুদ্ধ করে চলেছে) তাদের সমস্যা হলো জামাতীদের নিয়ে।
-----------
ঐতিহাসিকভাবেই সত্য, গণতান্ত্রিকপন্থীরা (সুবিধাবাদীরা)বরাবরই সেকুলার এবং জাতীয়তাবীদের সাথে আপোষ করেই রাজনীতির ময়দানে টিকে আছে। তারা শহীদ হলে বলে গণতন্ত্রের জন্য শহীদ!! ইসলামের জন্য শহীদ বলতেও তারা নারাজ। সুবিধাবাদী রাজনীতি আর কাকে বলে!!

================
ফেসবুকে কিছু আবেগী জিহাদী আছে কিন্তু তাই বলে আপনি সকল মুজাহিদদেরকে কটাক্ষ করবেন এর শিক্ষা আপনাকে ইসলাম দেয় নি। সম্ভবত এই শিক্ষা আপনি আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছেন।
200641
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:০২
বাংলার দামাল সন্তান লিখেছেন : বুঝিনা লিখেছেন : এরা এরদোগানকে সরাতে কামাল আর্তাতুকের দলের সাথে আতাত করার চেষ্টা করবে। এরা মুসলিম ব্রাদারহুডকে সরাতে রক্ত খেকো সিসির সাথে আতাত করবে। তবু ও ওরা কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় যাক এটা চাইবে না।
আজ তুরস্কে একমাস তাই দেখছি..
200664
৩১ মার্চ ২০১৪ সকাল ১১:০০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এরাই ইসলামকে বিতর্কিত করতেছে
১০
200700
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩২
মু নূরনবী লিখেছেন : চেনা চেনা লাগে!
১১
200768
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : কথা সত্য! Loser

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File