ইসলাম-ধর্ম ব্যবসায়িক লাভ সম্পর্কে কি বলে?
লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ২৩ অক্টোবর, ২০১৪, ০৪:৪৪:৫৪ বিকাল
অনেক কিছু লিখেছি এতোদিন ভরে অর্থনৈতিক বিষয়ে আমার নিজের জানা থেকে এবং সেখানে ঘটনাক্রমে ব্যবসায়িক লাভ এবং তার উৎপত্তি নিয়েও যথেষ্ট আলোচনা করা হয়েছে তাত্ত্বিক এবং যৌক্তিক উপায়ে; সেসবের মধ্য থেকে ধর্মীয় বিষয় স্বাভাবিকভাবেই দূরে রাখার চেষ্টা করেছি ধর্মের অনেক ক্ষেত্রে আমার অজ্ঞতার কারণেই।
হিসাব-নিকাশ, লাভ ইত্যাদী যেহেতু আমার জীবনের দীর্ঘসময়ের শিক্ষার বিষয় ছিলো, তাই এ সম্বন্ধে ধর্মীয় দিকটাও আমার জানা প্রয়োজন বলেইঃ শুরুতেই ওসব নিয়ে আমার ধারণা প্রকাশ করেছি যাতে সমন্বয় সাধন করা যায় ধর্মীয় দিকের সাথে সহজেই। এ ব্লগে বিচরনের আমার মূল উদ্দেশ্য সময় পার করা, ধর্মীয় বিষয়াদি সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং মাঝে মাঝে হাসি ঠাট্টা করা।
এখন আমার দুইটা প্রশ্ন রয়েছে, এ ব্লগে ধর্মীয় ক্ষেত্রে বিজ্ঞ ভাই-বোনদের কাছে, তা হলোঃ
১/ কুর’আনের কোথায় কোথায় ব্যবসা করে লাভ করা যাবে বলা হয়েছে?
২/ কোন কোন হাদীসের ভিত্তিতে ব্যবসায়িক লাভ জায়েয?
আগেই উল্লেখ করে রাখছি, ব্যবসায়িক লাভকে আমার পূর্বের পোষ্টগুলোয় যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করে এসেছি যে, এটা একটা স্পষ্ট দুর্নীতি বা চুরি, অর্থাৎ লাভ মানেই হয় কাষ্টোমার অথবা লেবারকে ঠকানো।
আশা করি এ সম্পর্কে ধর্মীয় বিষয়ে বিজ্ঞ ভাই-বোনেরা ধর্মীয় বক্তব্যগুলো প্রদান করত আমার মতো অন্য যারা অজ্ঞ রয়েছে এ ক্ষেত্রে, তাদের উপকার সাধন করবেন।
বিষয়: বিবিধ
১৮৭২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
"নিশ্চয়ই আল্লাহ ব্যবসাকে হালাল আর সূদকে হারাম করেছেন।"আল বাকারা সূরা ২৭৫।
মন্তব্য করতে লগইন করুন