মাইনোরিটি ইন্টারেষ্ট (বাংলাদেশের হিন্দু-মুসলিম)
লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ০৬ অক্টোবর, ২০১৪, ১০:৫২:৩৭ সকাল
ফিনান্সিয়াল ও ইকোনোমিক বিষয়ে যাদের নূন্যতম জ্ঞান রয়েছে, তারা মাইনোরিটি ইন্টারেষ্ট কন্সেপ্ট এর সাথে পরিচিত। বিভিন্ন গ্রুপ এর সেগমেন্টেশন যখন করা হয়, সেখানে একটা ক্লাস তৈরী করা হয় যাকে মাইনোরিটি বলে, মাইনোরিটি বলতে তাদের বোঝানো হয়, যাদের গ্রুপে কন্ট্রিবিউশন সামান্য বা নেই বললেই চলে। যে কোন হিসেবে মাইনোরিটি তার কন্ট্রিবিউশনের হার এর চাইতে বেশী হারে পাওয়ার কোন চান্স নেই, আর তার হিসেব অনুযায়ী পাওয়া সে সামান্য বেনিফিট/রাইটকে বলে মানোরিটি ইন্টারেষ্ট; কোন হিসাবেই মাইনোরিটি-কে ম্যাজর হিসেবে দেখা হয় না, আর এ জন্য রয়েছে ইন্টারন্যাশনালী এ্যাক্সেপ্টেড পলিসি – সবাই সে পলিসিতেই হিসেব করে মাইনোরকে তার প্রাপ্যটুকুই দেয়, ভুলেও যাতে বেশী না পায় সে জন্য বহু কাঠ-খর পুড়িয়ে হিসেব করতে হয় সারা বিশ্বেই এক রুলে; অন্যথায় ধরে নেয়া হয় ইন্টারন্যাশনাল পলিসি আপনি মানেননি এবং এ জন্য থ্রেট দিয়ে রিপোর্ট করে রিপোর্টাররা এবং সে রিপোর্টের ব্যাসিসে দোষী সাব্যস্ত করা হয় গড়মিল করায়!
একইভাবে সোশ্যাল বেনেফিট বলেও একটা টার্ম রয়েছে, এখানেও ম্যাজোরিটি এবং মাইনোরিটি রয়েছে, এখানেও সমস্ত হিসাব নিকাশ সে হিসেবেই হবে বলেই নূন্যতম সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষ আশা করে এবং হওয়া উচিৎও তাই! এখানে কেনো লোকজনের এতো চিল্লাচিল্লি হয়? কই ইকোনোমিক এবং ফিনান্সিয়াল বিষয়ে তো কারো কোন দ্বিমত থাকে না ম্যাজর মাইনোর এর ব্যাপারে? এখানে এতো নাবালক এর মতো হৈ-চৈ করে কেনো মানুষ? এ দেশের যে কোন বিষয়ের সোশাল বেনিফিট তো সেই রেশিওতেই হওয়া উচিৎ স্বাভাবিকভাবেই যেভাবে অন্যান্য হিসাব হয়। আর যদি কেউ মনে করেনঃ না এটা পলিটিক্স এর হিসাব, অন্যভাবে হবে! তবে দুঃখের সাথে বলতে হয়, আপনাদের মতো নাবালকদের আসলেই পলিটিক্স বাদ দিয়ে হাল-চাষ করা উচিৎ!
এই দেশের টিভি/মিডিয়া যদি দেশের মানুষকে সোশাল বেনিফিট দিয়ে থাকে তবে অবশ্যই তাদেরও নীতিমালায় এ ম্যাজর-মাইনোর ফ্যাক্টোর থাকবে! যদি তা থেকে না থাকে, অথবা না বুঝে থাকে, তবে এ ধরনের নাবালকদের কাছে এসব সোশাল বেনিফিট এর বিষয় ছেড়ে দিয়েছে কেনো দেশের পরিচালকেরা? যাদের সামান্য জ্ঞান নাই, কিভাবে কি বন্টন করতে হয় সামাজিক-ভারসাম্য রক্ষা করতে!
ইন্ডিয়া/ইউরোপ/এ্যামেরিকায় মুসলিমরা মাইনোর, তারা মাইনোরের মতোই আচরণ করে সেখানে এবং সেসব দেশের টিভি/মিডিয়ারা সেরকম যুক্তিসঙ্গত আচরণই করে থাকে সেখানে, ইন্ডিয়ান মিডিয়ারা হজ্জ্ব আর দূর্গাপূজার মধ্যে অবশ্যই দূর্গা-কেই হাইলাইট করে, কেননা এটাই সেখানে ম্যাজরিটির বিষয়, কিন্তু বাংলাদেশে হজ্জ্ব আর দূর্গার মধ্যে কোনটার প্রচার বেশি হবে র্যাশোনালী? এটা কি নাবালক ছাড়া আর কাউকে বোঝানোর প্রয়োজন পড়ে?
সোশাল বেনিফিট শেয়ার করবেন অযৌক্তিক রেশিও-তে আর ইকোনোমিক বেনিফিট শেয়ার যৌক্তিক রেশিও তে? বিষয়টা এই-ভাইয়ার-এই-লেখার কারণে লিখলাম! ইকোনোমিক বিষয়তো খুব বুঝেন, না বুঝলে যেসব বাবারা বুঝে তাদের হাতে-পায়ে ধরেন গিয়ে ভালো মতো বোঝানোর জন্য! সোশাল বিষয় বোঝেন না? আনসোশাল কিছু (পশুর মতো বোধহীন) কি আপনারা?
আমার ধারণা – আপনারা যা করেন, তা বুঝে শুনেই করেন, সব বিষয়ই হিসাব-নিকাশের, মনে রাখবেন খুব ভালোমতোঃ
Nothing goes unpaid; just do your best …
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পবিত্র ঈদের এই খুশির দিনে এতো মাথা ঘামানো বিষয় নয়,তার চেয়ে ঈদ কেমন কাটলো তা আমাদের কে জানিয়ে 'দুধের স্বাধ ঘোলে মিটানোর'সুযোগ দের শ্রদ্ধেয় 'বুড়া মিয়া' ভাই.....।
তার পরেও শুকরিয়া যে, এখনও অনেকের চাইতেই অনেক বেশী শান্তিময় পরিবেশে খেয়ে-পড়ে ঘুমাচ্ছি!
অনেক ধন্যবাদ কাহাফ ভাইকে, খুশির খবর জানতে আগ্রহী হওয়ায়; দোয়া করবেন আমার জন্য যেন ইহ ও পরজীবনে খুশী-ই থাকতে পারি সবসময়।
'অনাবিল আনন্দ-সুখে'র প্রবল ভীড়ের চাপে আজীবনের জন্য বন্ধ হয়ে যাক 'দুঃখ-বেদনা'র লেনদেন, উধাও হয়ে যাক এই খতিয়ান- পরাক্রমশালী করুণাময়ের কাছে আপনার জন্যে এই দোয়া সব সময়ের.....।
যথার্থ বলেছেন, সহমত
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
ধন্যবাদ আপনাকে
ধন্যোবাদ বুড়া মিয়া। লিখাটিতে উক্ত ভাইকে যথাচিত জবাব দিয়েছেন।
মন্তব্য করতে লগইন করুন