বিভিন্ন দেশে যৌনতায় সম্মতির বয়স

লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৪:০৫ সকাল

এই-যে আরেকজন এসেছে তথ্য নিয়ে, কতো তথ্য এদের কাছে?

আমাদের দেশের যারা এখনও ১৬ বছরের বিয়ের ব্যাপার মানতে পারতেছে না, তাদের সমস্যাটা কোথায়? এ নিয়ে তারা যে শুধু বিস্তর গবেষনা শুরু করেছে ব্যাপারটা তাই নয়, সেসব গবেষনালব্ধ তথ্য-উপাত্ত পেশ করেঃ জোর করে সবাইকে মানানোর জন্য সংবাদ মাধ্যম ব্যবহার করা শুরু করেছে। সংবাদ মাধ্যম এটা নিয়ে এতো মাততেছেই বা কেনো? সমস্যা কি? বিশ্বে এ ব্যাপারে কি অবস্থা তা না দেখাইয়া – এই নাপিতদের নিয়া এতো মাততেছে কেনো?

UNICEF এর ওয়েবসাইটের এই পেইজে কিছু লেখা দেখা যাচ্ছে, যা এরকমঃ

The legal age of consent – the minimum legal age at which you can decide to have sex with someone – varies quite a bit around the world.

To give just a few examples of the heterosexual age of consent: If you are living in some parts of the United States, or in Egypt, it's 18; in Northern Ireland, it's 17; in Namibia, 16; in Sweden, 15; in Canada, 14; in Korea, 13; in Mexico, 12. But 16 is by far the most common age of consent.

এ রিপোর্ট তারা কবে করেছে আমি জানি না, আমার মনে হয় কানাডায় লিগ্যাল এইজ ১৬ এবং স্পেশাল কিছু ক্ষেত্রে ১৮। যাই হোক সত্য এটাই যে, সারা বিশ্বের বেশিরভাগ এলাকাতেই এই বয়স ১৬-ই। আমাদের দেশের নাপিতদের ১৬ বছরে বিবাহ মানতে কষ্ট হচ্ছে কেন?

এ নিয়ে অনেক ফ্রী-গবেষক কাজ করে নানাভাবে এসবের ব্যাপারে তথ্য প্রকাশ করেছে, এর মধ্যে Wikipedia এর এই পেইজ থেকে নেয়া একটা মানচিত্র দেখবো বিভিন্ন দেশের স্বীকৃত যৌনতার বয়সের ব্যাপারেঃ





আমাদের দেশের এই নাপিতদের উচিৎ গবেষনা করে, তথ্য-উপাত্ত দিয়ে আমাদের দেখানো যে, উপরের তথ্য আর চিত্র মিথ্যা।

এর আগের পোষ্টেও আমি এসব নাপিতদেরকে ধইঞ্চা বলে মত প্রকাশ করেছিলাম, যুক্তিসঙ্গত কারনেই! সারা বিশ্ব যেখানে ১৬ বছরে যৌনতার স্বীকৃতি দিতে চায়, ওরা এখানে গভীর গবেষনা করে বের করে – ইহাতে শারীরিক, সামাজিক, মানসিক সমস্যার সৃষ্টি হবে। আসলে তোমাদের মতো নাপিত দেশে আছে বলেই দেশের এতো সমস্যা!

বিষয়: বিবিধ

১৫০৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269424
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৩২
কাহাফ লিখেছেন :
এদেশে এতো নাপিতের আধিক্য থাকলেও তো ফায়দা বিন্দুমাত্র অনুভূত হচ্ছে না,কামের নাপিত হলে ওদের মগজে বিয়ের বিদ্যমান আইনের বিরোধীতায় এতো বাল(চুল) গজাইতো না!
নাপিত্যের কাম ভাল করে আগে শিখে পরে এ বিষয়ে কথা বলা উচিত।
অনেক ধন্যবাদ ব্লগার বুড়া মিয়া ভাইকে এ নিয়ে জুড়ালো ভূমিকা রাখায়.....। Rose
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৫
213265
বুড়া মিয়া লিখেছেন : ক্ষুর-কাচি হাতে নিয়া ওরা এমনই খেউরী দিছে যে, এই দেশের দিকে কেউ তাকাইলেই খালি হাসে ...
269436
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৫
ইমরান ভাই লিখেছেন : বিয়ার বয়স আরও কমাইবে অচিরেই দেইখেন। তখন এই ধইঞ্চাগুলা আরোলাফাইবে দেইখেন।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৬
213281
বুড়া মিয়া লিখেছেন : মেয়েদের জন্য ১৪ হলে ভালো হয় আমার মতে, এতে করে বোঝার বয়স থেকেই জামাই বাড়িকে নিজের বাড়ী ভাবাটা শিখবে। এখনতো ২০-২২ বছরের মেয়েদের বিয়া করলে ইহজীবনে আর জামাই বাড়ীকে নিজের বাড়ী মনে করতে পারে না – কথায় কথায় বাপের বাড়ী! বাল্যকাল থেকেই বউ গড়ে নেয়া উচিৎ - যেমন ক্যাডেট কলেজগুলো বাল্যকাল থেকেই ক্যাডেট বানায়!
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৫
213286
ইমরান ভাই লিখেছেন : আপনার সাথে আমিও একমত হলাম। দেখাযাক হয়তো সরকার একদিন সেটাই করবে Love Struck Love Struck ইনশাআল্লহা।
269442
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৮
শেখের পোলা লিখেছেন : কোথাও কোথাও চুলকাটা নাপিতদের পরামানিক বলা হয়, আবার পাবনা অঞ্চলে মাতব্বর দের পরামানিক বলে৷ তা আপনি কোনটা বুঝিয়েছেন?
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৫
213290
বুড়া মিয়া লিখেছেন : ইঙ্গিত মনে হয় পাবনার দিকেই ...
269448
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১২
চোরাবালি লিখেছেন : এক বুদ্ধিবিক্রেতার ছোট্ট কলাম দেখলাম এ নিয়ে। আরে বাবা আমার ছেলেকে যদি আমি ২০তে বিয়ে দিয়ে ভরণ পোষন করতে পারি তাতে রাষ্ট্রের সমস্যা কি? প্রতিষ্ঠা বলতে শুধু বোঝায় আর্থিক প্রতিষ্ঠাকে।
কিন্তু আমার ছেলে যদি অতিবাসনায় কোন অন্যায় করে বসে সেটি হবে রাষ্ট্রের তথা সমাজের সমস্যা।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩২
213293
বুড়া মিয়া লিখেছেন : সেটাই, কেউ করতে চাইলে তাকে বাধা দেয়া কোনভাবেই উচিৎ না। আর টাকার ব্যাপার নিয়ে প্রশ্ন তোলার কোন মানেই হয় না, যে গরীব সে কি বিয়ে করবে না? এদের ধারণা এমনই – অথচ টাকা কিভাবে কি হচ্ছে, কেনো মানুষের কাছে টাকা নাইঃ সে সম্বন্ধেও এদের বিন্দুমাত্র ধারণা নেই এবং সেটার ব্যবস্থা করার কথা কখনও বলে না – এটার প্রশ্ন তুললে, দাসত্ব বরন করতে বলে, এরাই!
269496
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৮
সন্ধাতারা লিখেছেন : Chalam. Jajakallahu khair for your valuable post.
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
213460
বুড়া মিয়া লিখেছেন : ধন্যবাদ বৌমা কে
269505
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এ্ই দেশে বিয়ে বেআইনি। তবে বিবাহ বহির্ভুত সম্পর্ক আইনি!!!
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
213462
বুড়া মিয়া লিখেছেন : এই মিশন বাস্তবায়নে যাতে কোন বাধা না থাকে, তাই ওদের যতোসব গবেষনা সবুজ ভাই
269521
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৪
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ দাদুভাই ।
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
213463
বুড়া মিয়া লিখেছেন : ধন্যবাদ আফরামনিকে
269524
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৯
প্রবাসী মজুমদার লিখেছেন : যুক্তিসম্মত দারুণ একটা বিশ্লেষন। আমাদের দেশে ১৮ বয়সের পর মেয়েরা বিয়ে করলেও এর আগে চরিত্র হনন হয়না। আর ঐ সব নাপিতদের দেশে প্রাইমারী হতেই চলে অবৈধ সেক্স চর্চা। বিয়েটা শূধু মাত্র আনুষ্ঠানিকতা। আর বেকুব মুসলমান দেশের নামধারী নেতাগুলো যেন তাদের গোলামীতেই ব্যস্ত।
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
213466
বুড়া মিয়া লিখেছেন : পুরোপুরি একমত মজুমদার ভাইয়ের সাথে
270232
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২১
আহ জীবন লিখেছেন : শিশু কিশোর শ্রমের দোহাই দিয়া ১৮ বছর শেষ, পড়ালেখার দোহাই দিয়া ২৫ বছর শেষ, নিজের পায়ে দাঁড়ানোর দোহাই দিয়া ৩০-৩২ শেষ, সালমান খানেরে আইডল দোহাই দিয়া ৪৫ শেষ, এরপর বোধোদয় এই বার বিয়া করার সময় হইচে। যৌবন তখন অস্তাচলে। যদিও পুরুষের খাহেশ মরনের আগ পর্যন্ত থাকে।
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০৩
214332
বুড়া মিয়া লিখেছেন : ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File