ভারতের জন্য আবার ই.পি.জেড লাগবে কেনো?
লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫৫:১৩ রাত
এই-খবরে দেখা যাচ্ছে ভারতকে আবার ই.পি.জেড বানিয়ে দিতে চাচ্ছেঃ কোন খাতে বিনিয়োগের জন্য এবং কেনো?
যা-তা খাতে বিনিয়োগের জন্য যাকে তাকে দেশের রিসোর্স লো-কষ্টে আর কতো ব্যবহার করতে দিবে আমাদের দেশ? এর আগের ই.পি.জেড-গুলোকে ট্যাক্স-হ্যাভেন বানিয়ে বিদেশীদের বিনিয়োগে আকর্ষনের চেষ্টা করা হয়েছে, এবং অনেকে আকর্ষিত হয়ে বিনিয়োগ করেছেও। তবে এভাবে দেশের জায়গাগুলো এবং দেশের লোকগুলোকে গোলাম হিসেবে বিলিয়ে দিয়ে দেশের কি লাভ হলো তা কিন্তু ভালোভাবে কাউকে জানানো হয় নাই!
এখন পর্যন্ত স্থাপিত ই.পি.জেড-গুলোর প্রদর্শিত তথ্যে যা আমরা জানতে পারি, তা নীচের ছকে দেখা যায়ঃ
এখানে দেখা যাচ্ছে ই.পি.জেড-গুলোতে দেশের মোট জায়গা লেগেছে ২,৩০৯ একর, এতে মোট প্লট হয়েছে ২,৩৩৪ টি, মোট নিবন্ধিত হয়েছে ৪৯৭ টি প্রতিষ্ঠান এবং এগুলোতে দিনমজুর হিসেবে খাটছে দেশের ৩ লাখ ৮৭ হাজার ৪৭৪ জন গোলাম। এছাড়াও দেশের নরমাল রেইটে এদেরকে পানি, গ্যাস এবং ইলেকট্রিক-পাওয়ার সাপ্লাই দেয়া হচ্ছে জাতীয়ভাবে এবং জমি ও ষ্ট্যান্ডার্ড-ফ্যাক্টোরী-বেইজ (SFB) থেকে কিছু ভাড়া পাওয়া যাচ্ছে, যা দেখা যায় নীচের চিত্রেঃ
এতে দেখা যাচ্ছে ২৪.৭৪ টাকা থেকে ২৫.৭৯ টাকা কিউবিক-মিটার দরে পানি দেয়া হচ্ছে, ৭.৩২ টাকা থেকে ১০.২৬ টাকা কিলোওয়াট-আওয়ার দরে ইলেকট্রিক-পাওয়ার দেয়া হচ্ছে, ৫.৮৬ টাকা থেকে ৬.৪৫ টাকা কিউবিক-মিটার দরে গ্যাস দেয়া হচ্ছে, পার স্কোয়ার-মিটারে বছর হিসেবে ১.২৫ ইউ.এস.ডলার থেকে ২.২০ ইউ.এস ডলার এর বিনিময়ে ল্যান্ড দেয়া হচ্ছে এবং ফ্যাক্টোরী-বিল্ডিং এর জন্য পার স্কোয়ার-মিটারে মাসে ১.৬০ ইউ.এস.ডলার থেকে ২.৭৫ ইউ.এস.ডলার দরে ভাড়া নেয়া হচ্ছে, এছাড়াও ইফ্লুয়েন্ট-ট্রিটমেন্টের জন্য মনে হয় কিছু নেয়া হচ্ছে। এগুলো কি অপর্চুনিটি কষ্ট অফ ইনভেষ্টমেন্টকে কভার করে?
নীচের চিত্রে আরও দেখা যায় এ কোম্পানীগুলো দেশে এখন পর্যন্ত প্রায় ৩.১৯ বিলিয়ন ইউ.এস.ডলার বিনিয়োগ করেছে এবং ৪০.০৩ বিলিয়ন ইউ.এস.ডলার এর মাল এক্সপোর্ট করেছে এবং এটা খুবই সামান্য!
এদের প্রায় সবাই ট্যাক্স-হলিডে সুবিধা ভোগ করে এখানে রিইনভেষ্টমেন্টের নেট ছাড়া জালে; কিন্তু এসব ইনকাম বা ক্যাপিটালের প্রোপ্রাইটোরী-রাইট কিন্তু তাদেরই এবং নিশ্চয়ই তারা সেগুলো তাদের দেশে পাঠিয়েও দিচ্ছে নিয়মিত। এদের প্রায় সবাই এখানে টেক্সটাইল-গার্মেন্টস ও এক্সেসরীজ খাতে অপারেশন চালাচ্ছে, যেগুলোর বৈশ্বিক অবস্থা নিয়ে আগের এক পোষ্টে কিছু আলোচনা করে ছিলাম।
এগুলোতে কোন সেক্টরে এগিয়ে গিয়ে কিভাবে আমাদের লাভ হচ্ছে একটু বুঝিয়ে দেবেন সবাইকে? না-কি আপনারাও আমাদের মতো, বিদেশিদের কাছে ঋনগ্রস্ত হয়ে, গোলামীর বেড়াজালে আটকা পড়ে বাধ্য হয়ে দেশ লীজ দিয়ে দিচ্ছেন ট্যাক্স ছাড়াই?
ইন্ডিয়াকে বাদ দিয়ে চায়নাকে নিয়ে আসেন মেশিনারী এবং গাড়ি-ঘোড়ার জয়েন্ট-ভেনচারে, কন্ডিশন ২৫ বছরে আমাদের পোলাপানগুলোকে ওসবের ব্যাপারে জ্ঞানও দান করতে হবে ...
বিষয়: বিবিধ
১৬৬৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশ পুরাটা নিয়ে গেলে ভালো মানে?
ব্যাখ্যা-সমেত পোষ্ট দাও এটা নিয়ে যে - পুরা দেশ ওরা নিয়ে গেলে আমাদের লাভ কি? আর ওরা কি কারণে পুরা দেশ নেয় না?
শুধু এটুকু পুরা দেশটা নিয়ে গেলে আমরা অনেক বড় দেশের নাগরিক হব তখন আর আমরা শোষিত হব না ।কিন্তু সেটা তারা কখনো করবে না তারা আমাদের শুধু শোষনই করবে ।
আগে আমি অনেক লেখা পড়তাম এবং অনেক মন্তব্য করতাম; ইদানীং পড়তে ইচ্ছা কম হচ্ছে আর সময়ও পার হয় না – তাই যা মনে চায় লিখি মাঝে মাঝে, কিন্তু মন্তব্য করা হচ্ছে কম! সবারই মনে হয় আমার মতন অবস্থা!
এ বাক্যের মাহাত্ন্য কি?
--------------------------------
এভাবে কানে হাতদিয়ে বজ্র কন্থে আওয়াজ ছাড়ো
জয় বন্দে মাতারাম বলে আগে বাড়ো কিছু মনে করবেন না এই ট্যাগ পেতে পেতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো , ধন্যবাদ
কিছু মনে করি নাই।
সিজোনালী দেশের মানুষই মূল্য দিয়েও গ্যাস-বিদ্যুত পায় না, সেখানে ওদের জন্য কম মূল্যে দেয়াতা অনুচিত! একান্তই দিলে সেটা আমাদের জন্য হবে আত্নঘাতী এবং এর দীর্ঘমেয়াদী কুফল ভোগ করতে হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেকেই। ট্রানজিট নিয়ে বাংলাদেশ যা করলো ইন্ডিয়ার সাথে এটা মানার মতো না, এ্যাটিলিষ্ট ইন্ডিয়ার সময় বাচিয়ে দেয়ার জন্য ওদের নরমাল যে কষ্ট ছিলো, অন্তত সেটা নেয়া যে কোন এবং যে কারো বিবেচনায় স্বাভাবিক বিষয়।
এছাড়াও ইন্ডিয়া দেশ হিসেবে চায়নার চাইতে অনগ্রসর জাতি, আমার মতে গার্মেন্টস-টেক্সটাইল বাদ দিয়ে মেশিনারী-টেকনোলোজী বা অন্য খাতে চায়নার সাথে আমাদের কাজ করা উচিৎ।
অনেক ধন্যবাদ সবুজ ভাইকে, এ বিষয় নিয়ে আপনার এলাকার দুরবস্থার কথা তুলে ধরায়।
মন্তব্য করতে লগইন করুন