“স্বপন২” এদিকে আসুন, দেখুন এবং বলুন ...

লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৯:১২ রাত

আপনি আমার এক পোষ্টে এ মন্তব্য করেছিলেন –



সেখানে আসলে বুঝতে পারি নাই এবং জিজ্ঞেস করেও আপনার থেকে জানতে পারি নাই – এটা দিয়ে কাকে এবং কি বুঝাতে চেয়েছিলেন।

তবে সত্যলিখন আপার এক পোষ্টে আপনার এ মন্তব্য দেখলাম –



আপনি আমার সম্বন্ধে কিছুই জানেন না, মিথ্যাচার করছেন কেন? আপনার জানার জন্য কিছু তথ্য দিচ্ছি আমার সম্বন্ধে –

১) এই ব্লগে ‘বুড়া মিয়া’ ছাড়া দ্বিতীয় কোন নিক আমার নাই, এই নিক ছাড়া অন্য কোন নিকে জীবনেও লগ-ইন করা হয় নাই।

২) আমার বয়স সার্টিফিকেট হিসেবে এখন ৩২ বছর ৭ মাস

৩) আমার বেড়ে উঠা পুরাপুরি বাংলাদেশে এবং এখনও এখানেই আছি

৪) ষ্টুডেন্ট হিসেবে ষ্টুডেন্ট কনফারেন্সে একবার দেশের বাইরে স্বল্প সময়ের জন্য যাওয়া হয়েছে, ইউ.এস.এ-তে জীবনেও যাই নাই

৫) প্রত্যক্ষ বা পরোক্ষ কোন রাজনীতিতে কোনদিনও নামা হয় নাই, এখনও ইচ্ছাও হয় নাই – রাজনীতিতে নামার

৬) ৫/৭ বছর আগে থেকেই বিভিন্ন ব্লগে মাঝে মাঝে ঢু-মারতাম, কোনদিন কিছু লেখাও হয় নাই কোথাও – এ ব্লগ ছাড়া

৭) এখন মাঝে মাঝে লিখি সময় পার করার জন্য, ইচ্ছাকৃতভাবে অবসর-সময় যাপনের জন্য, কর্মজীবনের ব্যস্ততায় ফিরে গেলে হয়তো সময় আগে যেমন ছিলো না, ভবিষ্যতেও থাকবে না।

এবার আপনার কাছে প্রশ্ন, এই যে মন্তব্য দু’টোয় আপনি আমার সম্বন্ধে দ্য স্লেভ এবং সত্যলিখন আপাকে বললেনঃ এটা কিসের ভিত্তিতে বললেন?

কিসের ভিত্তিতে ওসব বলেছিলেন আপনি আমাকে জানাবেন বলে আশা রাখলাম, নয়তো এ ব্লগে যতোদিন থাকবো – আপনাকে মিথ্যাচারী জেনেই থাকবো!

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264414
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৩
মাজহারুল ইসলাম লিখেছেন : আজকে একটা লেখায় দেখলাম বুড়া মিয়া অপ্রসাংগিক কথা বলছে
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৪
207935
মাজহারুল ইসলাম লিখেছেন : বলছেন হবে
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৬
207936
বুড়া মিয়া লিখেছেন : সেটা ব্যাপার না, সত্যলিখন আপার সাথে আমি এমনি এমনিই ঝগড়া করি মাঝে মাঝে, এতে করে অনেক কিছু জানা ও বোঝা যায়! উনার সাথে অন্য বিষয় নিয়েও বিশাল ঝগড়ার লগ উনার বিভিন্ন পোষ্টে রয়েছে মনে হয় এখনও।
264415
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১৭
আফরা লিখেছেন : হায় হায় বুড়া দাদু কি শুনাইলেন !

আসলেই কিছু মানুষের কাজই হচ্ছে অন্যদের পিছনে লাগা । দাদু ভাইয়া এদের কিছু বলে লাভ নাই ।

১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩০
207937
বুড়া মিয়া লিখেছেন : আর বইলো না আফরামণি, সত্যলিখন আপার সাথে আমি মাঝে মাঝে ঝগড়া করি – এটা অনেকদিন যাবত এবং অনেকেই জানে মনে হয়; এর মধ্যে উনি ঐ মন্তব্য করার পরে আমি বুঝলাম আমার সম্বন্ধে উনার কি রকম ধারণা; তাই এ পোষ্ট দিতে হইলো।
264427
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:০০
কাহাফ লিখেছেন : ব্লগার বুড়া মিয়ার ভাইয়ের গত কয়েকটা পোস্ট পড়তে পারিনি একটু ব্যস্থতায়। আজকের পোস্ট কি উদ্দেশে্য তা বুঝলাম না পরিস্কার ভাবে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:১২
207940
বুড়া মিয়া লিখেছেন : ব্লগার ‘স্বপন২’ এর ব্যাপারে লিখেছিলাম; উনি কিছুই জানে না আমার সম্বন্ধে – কিন্তু এমনভাবে বলছেন আমার সম্বন্ধে যেন গোয়েন্দা তথ্য নিয়ে বসে আছেন!
264446
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:১৮
মনসুর আহামেদ লিখেছেন : আপনার লেখার ধরন চারটা নিকের লেখার সাথে
মিলে যায়। (১) বুড়া মিয়া (২) হতভাগা
(৩) মেজর (৪) ম্যাগাইভার। উনি এই নিক গুলোর আলোকে মন্তব্য করেছে। এতে কষ্ট পাবার
কি আছে। ওনাকে ব্লগে পরিচয় করিয়ে দিলেন।
আপনি সত্যলিখন আপুর বিরুদ্ধে লিখেন। মাঝে মাঝে জামাত শিবিরের বিরুদ্ধে লিখেন। ব্লগ লিখলে গন্ডারের চামড়ার মত পুরু থাকতে হয়। সহ্য করার ক্ষমতা থাকতে হয়। আপনার ভাল দিক গুলো তো আছে। আমাকে না হিরো বানিয়ে দেন।
আপনার বয়স তো ফকরুল ইসলাম ভাইয়ের কাছাকাছি। এত তাড়াতাড়ি বুড়া হয়ে গেলেন!!
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:১৪
207952
বুড়া মিয়া লিখেছেন : মেজর আর ম্যাগাইভার এর কোন লেখা বা মন্তব্যও মনে হয় আমার চোখে পড়েনি এ পর্যন্ত। হতভাগা আর আমার মিল একটা জায়গায় আছে বলে আমারও মনে হয়ছে – সেটা হচ্ছে অভিনেত্রি-টাইপ মেয়েদের ব্যাপারে, তবে এক্ষেত্রে আমি হতভাগার চাইতেও এগ্রেসিভ ছিলাম – এখন পারতপক্ষে মেয়েদের নিয়ে কোন কিছু বলি না!

আমার সরাসরি পোষ্টই আছে আওয়ামিলীগ এর সমালোচনা করে, কিন্তু জামাত বা বি.এন.পি এর বিরুদ্ধে তেমন কিছু নাই; জামাত বা বি.এন.পি এর বিরুদ্ধে আমার বিরূপ মন্তব্যও খুজে পাওয়া যাবে না বলে মনে হয়। আমি সবসময় মনে করতে চাইতাম ইসলামের প্রতি একনিষ্ঠ লোকগুলো অন্যান্য ক্ষেত্রেও ভালো এবং মনে প্রাণেও তারা ইসলামের বিজয়ের জন্য রাজনীতি করে বলেই মনে করতাম, তাই কিছু বলতাম না; কিন্তু সত্যলিখন আপা আমাকে জোর করেই আওয়ামিলীগ বানিয়ে দিচ্ছে এবং এছাড়াও এমন এমন কিছু লেখা লিখেছেন অন্যান্য আলোচনায়, যা কোন ইসলামীক-আন্দোলনের লোকদের জন্য চরম-বেমানান এবং ইসলামী দৃষ্টিকোণ থেকেও অসামঞ্জস্যপূর্ণ – তাই বলেছি এদের মতো লোক ইসলামীক-রাজনীতির দলে থাকলে এবং তাদের প্রাধান্য সেই দলের সর্বস্তরে থাকলে, আমার মতে সেটার ধ্বংস অনিবার্য।

ফখরুল ভাইয়ের বিরুদ্ধে তার পোষ্টে-ই আমার অনেক লেখা রয়েছে, আমার হতভাগার বা ফখরুল ভাইয়ের লেখার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্নধর্মী বলেই আমার মনে হয়।

‘বুড়া মিয়া’ আমার অনেক প্রিয় নামগুলোর একটা, তাই এটা ব্যবহার করি; বয়সের জন্য না।
264447
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৫৮
স্বপন২ লিখেছেন :

বাংলাদেশে থেকে এ ধরনের ছবি কেউ প্রত্যাশা করে না। বিশেষ ভাবে INTERSECTION SECTION এবং এ ধরনের ধারনা আমেরিকায় না থাকলে কল্পনা করা যায় না।
(a)যখন বুড়া মিয়ার কমেন্ট থাকে তখন হতভাগার কমেন্ট থাকে না.(B) আপনার হতভাগা নিককে সত্য লিখন আপু ব্যান করেছে। বুড়া মিয়া এবং হতভাগা নিকের কমেন্ট গুলো একই ধরনের। (C) জামাত শিবিরের বিরুদ্ধে কমেন্ট করেন। (D)লেখার ধারনাটা আমেরিকার লেখার কাছাকাছি(যে টারমোলজি ব্যবহার করেন)
আমি ব্লগে লিখি না। অন্যের লেখা পড়ি। যখন দেখি আপনার ফাটাফাটি তখন কমেন্ট করি।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৪৫
207961
বুড়া মিয়া লিখেছেন : আপনেতো আসলেই একটা ফালতু এবং ফাউল লোক! আজাইরা কথা বলেন কেন – যে জামাত-শিবিরের বিরুদ্ধে কমেন্ট করি? সত্যলিখন আপার পোষ্ট বাদে, ৫ টা কমেন্ট নিয়া আসেন তো আমার – যেখানে জামাত-শিবিরের বিরুদ্ধে লেখা আছে।

কাউরে ঘাড়ে ধইরা চুবাইলেও কিছু শিখতে পারে না, অনেকে পড়লেই শিখতে পারে, অনেকে দেইখাও শিখে, আবার অনেকে না পইড়া-দেইখাও নিজের বিবেচনায় শিখতে পারে – এটা ব্যক্তিবিশেষ একেক রকম হয়। আপনার কথায় মনে হয় জীবনে কিছু পইড়া শিখেন নাই, দেইখা দেইখা হাল্কা-পাতলা বুঝতে এবং বয়ান করতে শিখেছেন!

আমি যে বিষয়ে বিশেষায়িত, সে বিষয়ের উপর ইউকে, ইউ.এস.এ, অষ্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলদেশ এর সেরা সেরা প্রতিষ্ঠানের বই-পত্র বাংলাদেশে বসেই পড়েছি!

আর একটা বিষয় আপনে নিজেও আসলে জামাত-শিবির না, আপনি চরম রকমের এক ধান্দাবাজ পরিস্কারভাবে - ব্যাখ্যা করার প্রয়োজন নাই মনে হয়!

এখন যেটা বলবো এটা শুধু আপনার জন্যই প্রযোজ্য (অন্য কোন প্রবাসী ভাই-বোন এ বলার আওতায় পড়বে না), মনে হয় ইউ.এস.এ গেছেন জোগালীগিরি করতে তাই মনে করেন ইউ.এস.এ তেই সবার যাইতে হইবো – ওগো ইতিহাস জানতে বা ঐরকম কিছু শিখতে? জোগালী দিয়া দ্যাশে রেমিট্যান্স পাঠান কামে দিবো। নেক্সট –টাইম এইসব ফাতরামী-মার্কা কথা বার্তা বলবেন না আশা করি!
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৪
207974
হতভাগা লিখেছেন : আই! এইটা তো আমার ছবির পার্থক্যের কোন একটার ছবি । এইটা তো আমি নেট থেকে নামাইয়া আনছিলাম আপনাদের সামনে কুইজের জন্য ? কেমনে কি, ম্যান ?
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৮
208014
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই তো মনে কইরছি বুড়া মিয়া আর হতভাগা আইডিগুলান একই ব্যক্তির একাদিক নিক না। আন্নের কথা হুইন্যা মোর সন্দেহ জাইগছে হেরা আসলে একই নিকের একাদিক ব্যক্তি কিনা!!!
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫০
208016
আহমদ মুসা লিখেছেন : আমার মনে হয় বুড়া মিয়া এবং হতভাগা একই ব্যক্তি নয়। টুডে ব্লগের যুৎসই সাবলিল সমালোচনামূলক মন্তব্যের রাজা হিসেবে যিনি এক কথায় ব্লগার/ভিজিটর/পাঠকদের নিকট অধিক পরিচিত তিনি হলেন ব্লগার হতভাগা। হতভাগা নিকের ব্লগারকে অনেকেই তার মন্তব্যের যথার্থতা অনুভব করতে না পেরে রেগে অথবা কেঁদে প্রতিবাদ করতে দেখা যায়। অন্যভাবে বললে তার মন্তব্যের এবারত না বুঝে তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ব্যান্ড করে দিয়ে মনের ঝালা মিটায়। এরা হচ্ছে একটি বিশেষ শ্রেণী বা সম্প্রদায় যারা গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারেন না।
অন্যদিকে ব্লগার বুড়া মিয়াও হচ্ছেন একজন দারুণ মন্তব্যের কারিগর। তার প্রতিটি মন্তব্য অত্যন্ত সুন্দর এবং পোস্ট রিলেটেড। আমি খেয়াল করেছি তিনি মন্তব্য করার সময় সংশ্লিষ্ট ব্লগের বিষয় বস্তুর উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। একই নিয়ম হতভাগা ভাইয়ের মন্তব্যেও লক্ষ্য করা যায়। তবে তাদের মধ্যে নিজস্ব অভিমত প্রকাশের ধরণ ও স্টাইল একই ধাচের বলে আমার মনে হয় না। হতভাগা ভাইয়ের বেশীর ভাগ মন্তব্যতেই লেখকের কোন পয়েন্টের দূর্বলতা থাকলে সেটা যুক্তি দিয়ে খন্ডন করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ব্লগারদের পোস্টকৃত লেখাগুলোতে তিনি কিছুটা এগ্রেসিভভাবে মন্তব্য করার কারণে অনেকেই তাকে নারী বিদ্বেষী হিসেবে মনে করে থাকে। কিন্তু তার যুুক্তিগুলো খন্ডনের চেষ্টা না করে তাকে প্রয়োজনের অতিরিক্ত দোষারুপ লক্ষ্য করার মত। অন্যদিকে বুড়া মিয়ার মন্তব্যগুলো অনেক মূল্যবান মনে হয় আমার কাছে। বিষয় বস্তুর বাইরে গিয়েও তিনি অনেক জ্ঞানগর্ভ আলোকপাতের মাধ্যমে নিজস্ব যুক্তি দিয়ে কারো পোস্টে লম্ব মন্তব্য করার মাধ্যমে অসম্পূর্ণ ব্লগকে যেন সম্মপূর্ণ করে দেয় তার মন্তব্যের মাধ্যমে।
ওভারঅল হতভাগা এবং বুড়া মিয়া নিক আমার কাছে একই ব্যক্তির একাদিক বলে মনে হয় না।
যে যাই হোক সংশ্লিষ্ট সবাইকে প্রতিবাদের ভাষা এবং দ্বিমতপোষণকারীকে যথাযথ প্রাপ্য সম্মান দিয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করার আবেদন রেখে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৩
208025
বুড়া মিয়া লিখেছেন : @গ্যাঞ্জাম ভাইয়ের কথায়-তো স্বপ্নন২ ভাই মনে করতে পারে আপনে মঙ্গল-গ্রহ থিকা বাম দিক দিয়া নাইমা আসলেন কি-না!

@মুসা ভাইকে অনেক ধন্যবাদ, স্বপন২ ভাইকে আমার এবং হতভাগার সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গীর কথা জানানোয়।
264449
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:১৪
মনসুর আহামেদ লিখেছেন : ফকরুল মিয়াকে দেখছি না। মনে হয়, বুড়া মিয়াই
ফকরুল ইসলাম।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৪৭
207963
বুড়া মিয়া লিখেছেন : আমি শিওর না, তবে মনে হচ্ছে – যাহাই মনসুর আহমেদ তাহাই স্বপন২। অন্য কাউরে বলি নাই স্বপন২ এর মতো – সরাসরি আপনাকেই বললাম!
264461
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৬
হতভাগা লিখেছেন : বড়া মিয়ারে দেখা যায় ভালই কেচকি দিয়া ধরছে পুলাপাইন ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৮
207979
বুড়া মিয়া লিখেছেন : আর কইয়েন না, এই লোক আর সত্যলিখন আপা আমারে জোর কইরাই বামপন্থী আর আওয়ামিলীগ বানাইবো বলে!
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৫
208012
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :



হডে আদি নতার পাহাড়
আর
হডে ছাগলে খের হার!!
বুড়া মিয়া আর হতভাগাকে যে একই ব্যক্তি মনে কইরা সন্দেহ কইরছে হেতারগো মাথায় গ্যাঞ্জাম আছে।
264465
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০১
আওণ রাহ'বার লিখেছেন : দাদু ভাই আপনার বয়স ৩০ + এটাতো আমি আগে থেকেই জানি।
আর আপনি যে আরিফ ভাইয়ের বন্ধু তাও জানি।
কোন আরিফ?
প্রকৌশলী আরিফ মানে মনাভাই Happy Happy
আপনাকে স্বাগতম।
আপনাকে তখন থেকেই জানি যখন ভন্ড কেমানিক কে ব্যান খাওয়ালেন।
আবারো স্বাগতম।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৭
207981
বুড়া মিয়া লিখেছেন : প্রকৌশলী আরিফ মানে, এ ব্লগের মুক্তমনা? এ ব্লগেই তার লেখায় মাঝে মাঝে কমেন্ট করতাম – তবে তার সাথে অন্য কোনভাবে কখনও দেখা কিংবা কথাও হয় নাই এ ব্লগ ছাড়া।
264466
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৬
আবু আশফাক লিখেছেন : হুদাই ক্যাচাল।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৮
207982
বুড়া মিয়া লিখেছেন : কিন্তু, ক্যাচাল-টা জমলো না!
১০
264474
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : হায় হায় বুড়া দাদু কি শুনাইলেন !আসলেই কিছু মানুষের কাজই হচ্ছে অন্যদের পিছনে লাগা । দাদু ভাইয়া এদের কিছু বলে লাভ নাই । Loser Loser
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৮
208027
বুড়া মিয়া লিখেছেন : স্বপন২ ভাইকে একটা হারিকেন উপহার দেয়া হোক, আমেরিকায় গিয়ে উনি এখন চোখে সর্ষের-ফুল দেখছেনঃ পার্থক্য নিরূপনে সমস্যা হচ্ছে উনার; হারিকেন কাজে দিবে মনে হয়, তবে ক্যাটরীনা-টাইপ হারিকেন হইলে আবার SOS সিগনাল পইড়া যাইতে পারে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
208046
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বুড়া দাদু, আমার কাছেত একটাই হারিকেন Sad Sad ওটাও যদি দিয়ে দিই আমি কেমনে চলবো? phbbbbt I Don't Want To See
১১
264486
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
আহমদ মুসা লিখেছেন : আমার মনে হয় বুড়া মিয়া এবং হতভাগা একই ব্যক্তি নয়। টুডে ব্লগের যুৎসই সাবলিল সমালোচনামূলক মন্তব্যের রাজা হিসেবে যিনি এক কথায় ব্লগার/ভিজিটর/পাঠকদের নিকট অধিক পরিচিত তিনি হলেন ব্লগার হতভাগা। হতভাগা নিকের ব্লগারকে অনেকেই তার মন্তব্যের যথার্থতা অনুভব করতে না পেরে রেগে অথবা কেঁদে প্রতিবাদ করতে দেখা যায়। অন্যভাবে বললে তার মন্তব্যের এবারত না বুঝে তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ব্যান্ড করে দিয়ে মনের ঝালা মিটায়। এরা হচ্ছে একটি বিশেষ শ্রেণী বা সম্প্রদায় যারা গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারেন না।
অন্যদিকে ব্লগার বুড়া মিয়াও হচ্ছেন একজন দারুণ মন্তব্যের কারিগর। তার প্রতিটি মন্তব্য অত্যন্ত সুন্দর এবং পোস্ট রিলেটেড। আমি খেয়াল করেছি তিনি মন্তব্য করার সময় সংশ্লিষ্ট ব্লগের বিষয় বস্তুর উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। একই নিয়ম হতভাগা ভাইয়ের মন্তব্যেও লক্ষ্য করা যায়। তবে তাদের মধ্যে নিজস্ব অভিমত প্রকাশের ধরণ ও স্টাইল একই ধাচের বলে আমার মনে হয় না। হতভাগা ভাইয়ের বেশীর ভাগ মন্তব্যতেই লেখকের কোন পয়েন্টের দূর্বলতা থাকলে সেটা যুক্তি দিয়ে খন্ডন করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ব্লগারদের পোস্টকৃত লেখাগুলোতে তিনি কিছুটা এগ্রেসিভভাবে মন্তব্য করার কারণে অনেকেই তাকে নারী বিদ্বেষী হিসেবে মনে করে থাকে। কিন্তু তার যুুক্তিগুলো খন্ডনের চেষ্টা না করে তাকে প্রয়োজনের অতিরিক্ত দোষারুপ লক্ষ্য করার মত। অন্যদিকে বুড়া মিয়ার মন্তব্যগুলো অনেক মূল্যবান মনে হয় আমার কাছে। বিষয় বস্তুর বাইরে গিয়েও তিনি অনেক জ্ঞানগর্ভ আলোকপাতের মাধ্যমে নিজস্ব যুক্তি দিয়ে কারো পোস্টে লম্ব মন্তব্য করার মাধ্যমে অসম্পূর্ণ ব্লগকে যেন সম্মপূর্ণ করে দেয় তার মন্তব্যের মাধ্যমে।
ওভারঅল হতভাগা এবং বুড়া মিয়া নিক আমার কাছে একই ব্যক্তির একাদিক বলে মনে হয় না।
যে যাই হোক সংশ্লিষ্ট সবাইকে প্রতিবাদের ভাষা এবং দ্বিমতপোষণকারীকে যথাযথ প্রাপ্য সম্মান দিয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করার আবেদন রেখে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২০
208031
বুড়া মিয়া লিখেছেন : আমার এবং হতভাগা সম্বন্ধে আপনার পর্যবেক্ষনমূলক অভিব্যক্তি তুলে ধরায় অনেক অনেক ধন্যবাদ।
১২
264496
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
মামুন লিখেছেন : আমার কাছে বুড়া মিয়ার লেখা ভালো লাগে। আর বলগে সবারই নিজস্ব কিছু ধ্যান-ধারণা থাকতেই পারে। তবে সেগুলো যদি অন্যের ধ্যান-ধারনার উপর অ্যাগ্রেসিভ না হয়, তাতে ক্ষতিটা কোথায় সমালোচনা করলে? আর সমালোচনা সহ্য করতে না পারা এবং কাউকে মিথ্যে অপবাদ দেয়া দুটোই খারাপ। বিডি ব্লগ একটি পরিবারের মত- আমরা সবাই ভাই-বোনের মত; মাঝে মধ্যে চিন্তা-ভাবনার ভিন্নতায় ক্যাচাল হবে- আবার মিলও হবে। আশা করব চিন্তা-ভাবনার ভিন্নতা হৃদয়কে ভেঙ্গে দিবে না। সবাই ভালো থাকুন।
সবার জন্য শুভেচ্ছা। Rose Rose Rose Rose Love Struck Love Struck Good Luck Good Luck
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
208045
বুড়া মিয়া লিখেছেন : আমি এখনও আশা করি স্বপন২ ভাই তার ভুল বুঝে, মিথ্যাচার থেকে বিরত থাকবেন। সমালোচনা করবে, উৎসাহ দিবে, যুক্তিভিত্তিক ঝগড়া (তর্ক) হবে ব্লগে এটাইতো কাম্য, কিন্তু মিথ্যাচার করার তো কোন মানে নেই।
১৩
264497
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
সজল আহমেদ লিখেছেন : কারো সম্বন্ধে কিছু না জেনে কথা বলা নির্বুদ্ধিতার প্রমাণ ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩২
208047
বুড়া মিয়া লিখেছেন : ধন্যবাদ আপনাকে মূল্যবান উপদেশমূলক বাণী প্রদান করায়
১৪
264502
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : বুড়া মিয়া তো এত খারাপ না। Happy ওনার ফিছনে লাগার কারণ কি?

কারো সম্বন্ধে পরিস্কার না জেনে কথা বলা উচিৎ না। অতিরিক্ত ধারণা করা গোনাহ্।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৭
208050
বুড়া মিয়া লিখেছেন : হুম, লোকমান ভাই আমাকে চিকনে মারলো – বুড়া মিয়া খারাপ তবে এত্তো না, কিন্তু ভালো না; যাক কিছু মনে করি নাইঃ কারণ এ ব্লগেই দুইজন ব্লগারের বিরুদ্ধে আমি গালির অভিধান খুলেছিলাম, এখন এড়িয়েই যাই ওদের-কে...
১৫
264504
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
সন্ধাতারা লিখেছেন : I request you plz forget and forgive everything for the sake of Allah. Jajakallah.
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
208074
বুড়া মিয়া লিখেছেন : ইনশাআল্লাহ ...
১৬
264542
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪০
ইমরান ভাই লিখেছেন : ভাই মাল্টিনিক নিয়ে একটা পোস্ট দিছি দেখেন। এই সমস্যাটা ইদানিং প্রকট আকার ধারন করছে। আমিও আচ করি অনেক ব্লগারকে যার একই ব্যাক্তি কিন্তু বহু নিকে চলে।

এক নিক দিয়ে প্রেমের অফার দেয় অন্য নিক দিয়ে সেটাকে সাপোর্ট করে আর ৩ নম্বার নিক দিয়ে করে ব্লগারদের অসম্মানী।
===
আমার মনে হয়না আপনি আর হতভাগা একই ব্যাক্তি। Click this link
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২১
208145
বুড়া মিয়া লিখেছেন : হুম, পড়লাম ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File