ঈদের শুভেচ্ছা সবাইকে
লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ২৯ জুলাই, ২০১৪, ১০:০৯:০৫ সকাল
সব বুড়ো-বুড়ীকে ঘনো মিষ্টি, ফুপানো ঝাল-যুক্ত;
তরুন-তরুনীদেরকে মাথা ঘুরানো মার্কা নাটকীয় আবেগঘন;
আর পোলাপানকে উন্মাদনার পেয়াজ-রসুন বোমার ধুম-ধাম শব্দময়ঃ ঈদ শুভেচ্ছা
আর দোয়া রইলো – সমস্ত গত আত্নীয়-স্বজন, মুরুব্বীয়ান-মুসলমান দের রুহের জন্য।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সালামিটা পাঠাই দিয়েন আমরা পিচ্চি পাচ্চা ওয়েটিং।
পিঁয়াজ-রসুন বোমা কির্কোম?
রঙ্গীন কাগজে মোড়ানো পেয়াজের মতো গোল-গোল গুলা পেয়াজ-বোম - এটা সজোরে ছুড়ে মারতে হইতো শক্ত কোন জায়গায়; আর পাটের আশ দিয়ে মোড়ানো দেখতে একদম রসুনের মতো ওগুলো রসুন বোম – এটার ডগায় আগুন লাগিয়ে দৌড় দিতে হতো। ১৯৯০ সালের দিকে দুই-প্রকার-ই সাইজ-ভেদে ১ টাকা থেকে ২০ টাকায় এক হালি পাওয়া যেতো।
তাদের জন্য আমারও দোয়া রইলো।
অন্য রকমের ঈদ শুভেচ্ছা নিয়ে একটি কবিতা লিখেছি, আমার টাইমলাইনে। পড়ার অনুরোধ রইল।
পড়বো আপনার কবিতা ইনশাআল্লাহ ...
ঈদ মোবারক।
মন্তব্য করতে লগইন করুন