মুখটা খারাপ হয়

লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ২৩ জুলাই, ২০১৪, ০৪:২৪:৪০ বিকাল

আমাদের খেচি-মন্ত্রী (কৃষি মন্ত্রী) মুইত্যা চুদরে (মতিয়া চৌধুরী) বলছেন -



যারা কথায় কথায় জেহাদ করেন, তারা প্যালেস্টাইনে গিয়ে জেহাদ করুন। দেশের ভেতর সাধারণ মানুষকে না মেরে প্যালেস্টাইনে গিয়ে বীরত্ব দেখান। দেখি কেমন বাপের বেটা আপানারা।


দেখতে চাইলে – যারা কথায় কথায় জিহাদ জিহাদ করে, তাগোরে পেলেনে উডাইয়া ফিলিস্তীন পাডাইয়া দেয়ার এক আয়োজন কিন্তু আমাদের খেচি মন্ত্রী করে তারা বাপের বেটা কিনা তা প্রমাণ করতে পারেন।

বিষয়: বিবিধ

১৪৭০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247518
২৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৮
সন্ধাতারা লিখেছেন : রোযা রমজানের দিনে মুখটা খারাপ করেন না ভাইজান। যদিও সবই হককথা। জাযাকাল্লাহ খাইর।
অনেক ধন্যবাদ ভালো লাগলো।
২৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৩
192202
বুড়া মিয়া লিখেছেন : ধন্যবাদ সদুপোদেশ দেয়ার জন্য
247528
২৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৭
শিশির ভেজা ভোর লিখেছেন : এখানে খারাপের কি বললো উনি? সবই তো ঠিক আছে। বুড়া মিয়া মিছামিছ খ্যাপছে।
২৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৩
192201
বুড়া মিয়া লিখেছেন : এখানে যাদেরকে উনি বুঝিয়েছে – তাদের সবাই, যতদূর পত্র-পত্রিকার মাধ্যমে জান্‌ অর্থকষ্টে থাকে, তাই তাদের কাছে যা আছে তা নিয়ে দেশে ওগুলো করা ছাড়া আর কোন উপায় নাই; থাকলে আমি মনে করি তারা চলেই যেতো। এসব জানা সত্ত্বেও যখন তাদের বলে এমন জায়গায় যেতে যেখানে যাওয়ার জন্য তদের অর্থ এবং সহায়তা লাগে, সেখানে সেভাবে ব্যবস্থা করে বলা উচিৎ ছিল – কে কে আছেন যাবেন, লাইনে দাড়ান।
247541
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০০
হতভাগা লিখেছেন : কে জানি কার চামড়া দিয়া ডুগডুগি বানাইতে চাইছিল ?
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১০
192207
বুড়া মিয়া লিখেছেন : ভালো বলেছেন – তাকেই দেখা যাচ্ছে আজ সে-ই চামড়ার-ই ইজারাদার হিসেবে।

একেকবার মনে হয় এরাই বুদ্ধিমান/মতী এবং এরাই এ দেশের যোগ্য অর্থ-বিত্ত-ক্ষমতা সবই আজ তাদের-ই পায়ে লুটায়!
247545
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১১
গ্যাঞ্জাম খান লিখেছেন : এফতুরীর পূর্ব মুহুর্তে বুড়া চাচার পোস্ট দেইখ্যা লগিং করলুম। খেচ্চর ওজারতের বজ্জাত মুতারা চোদেরে'র আরো কয়েকডা পদ্ধতি জানা থাকন দরকার আছিল। যারা আসল কামের আদম তাগোর জেহাদি জজবা দেইখবার জ্যোতি মুতেরা চোদেরে'র চোখে নাই। মুতেরাদের ভান্ডারে হগল সময় জারজ নুনুর মুত থাকে। হের লিগা তাগো নজরে নাপাক জিনিসই ধরা দেয়।
আইজকাল দেহ ইহুদীরা মোনাফেকী বেত্তমিজগিরিতে বাঙ্গাল দেশের হাম্বলীগকেও হার মানাইছে। এহুদীরা মুতেরা চোদেরে'র হাম্বলীগকেও অতিত্রম করে ফেলেছে! হাইরে এহুদী! শেষ পযর্ন্ত তোরা হিংস্রতা & পুষুত্বের মধ্য খাসিনার আমামালীগকেও হার মানালি!
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
192216
বুড়া মিয়া লিখেছেন : রাজনীতিতে এরা সব বিষয় এনে হাজির করে ফেলেছে এ পর্যন্ত; এখন খালি বাকি আছে এ নিয়ে রাজনীতি করার যে – ও আমার চাইতে বেশি হাগিয়াছে, ও আমার চাইতে বেশি মুতিয়াছেঃ এবং এরূপ হাগিবার ও মুতিবার ফলে দেশ এর কি ক্ষতি-লাভ হইলো, তাহার বয়ানও মনে হয় আমরা শুনবো, এদের থেকে ...

ফিলিস্তিনী বাচ্চাদের ছবিগুলা দেখলে সবারই খুব খারাপ লাগে!
247567
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই মানুষটার চেহারা দেখলে বাচ্চারা ভয় পায়। যখন টেলিভিশনের পর্দায় সে আসে সাথে সাথে মায়েরা টিভি বন্ধ করে দেন।
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১২
192225
বুড়া মিয়া লিখেছেন : দায়ত্বশীল পদে থেকে এদের এরকম কথাবার্তা একেবারে বে-মানান, এদের কথা-বার্তা আর মাতালদের প্রলাপ-বকা-র মধ্যে পার্থক্য করাটাই এখন মুশকিলা ব্যাপার হয়ে দাড়িয়েছে!
247689
২৪ জুলাই ২০১৪ রাত ০১:২১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভদ্র মহিলাকে দেখলেই অশ্বস্তি লাগে।
২৪ জুলাই ২০১৪ রাত ০১:৫৮
192306
বুড়া মিয়া লিখেছেন : অনেকদিন পর লোকমান ভাইকে দেখলাম।

আমি অবশ্য চেহারা দেখে গুণ বিচার করতে নারাজ।
253462
১২ আগস্ট ২০১৪ সকাল ০৫:০৯
কাহাফ লিখেছেন : এদের থেকে আর কী ভালো আশা করা যায়.........?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File