মুখটা খারাপ হয়
লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ২৩ জুলাই, ২০১৪, ০৪:২৪:৪০ বিকাল
আমাদের খেচি-মন্ত্রী (কৃষি মন্ত্রী) মুইত্যা চুদরে (মতিয়া চৌধুরী) বলছেন -
যারা কথায় কথায় জেহাদ করেন, তারা প্যালেস্টাইনে গিয়ে জেহাদ করুন। দেশের ভেতর সাধারণ মানুষকে না মেরে প্যালেস্টাইনে গিয়ে বীরত্ব দেখান। দেখি কেমন বাপের বেটা আপানারা।
দেখতে চাইলে – যারা কথায় কথায় জিহাদ জিহাদ করে, তাগোরে পেলেনে উডাইয়া ফিলিস্তীন পাডাইয়া দেয়ার এক আয়োজন কিন্তু আমাদের খেচি মন্ত্রী করে তারা বাপের বেটা কিনা তা প্রমাণ করতে পারেন।
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ভালো লাগলো।
একেকবার মনে হয় এরাই বুদ্ধিমান/মতী এবং এরাই এ দেশের যোগ্য অর্থ-বিত্ত-ক্ষমতা সবই আজ তাদের-ই পায়ে লুটায়!
আইজকাল দেহ ইহুদীরা মোনাফেকী বেত্তমিজগিরিতে বাঙ্গাল দেশের হাম্বলীগকেও হার মানাইছে। এহুদীরা মুতেরা চোদেরে'র হাম্বলীগকেও অতিত্রম করে ফেলেছে! হাইরে এহুদী! শেষ পযর্ন্ত তোরা হিংস্রতা & পুষুত্বের মধ্য খাসিনার আমামালীগকেও হার মানালি!
ফিলিস্তিনী বাচ্চাদের ছবিগুলা দেখলে সবারই খুব খারাপ লাগে!
আমি অবশ্য চেহারা দেখে গুণ বিচার করতে নারাজ।
মন্তব্য করতে লগইন করুন