অতৃপ্তি
লিখেছেন লিখেছেন ইনোসেনট সজিব ২৪ মার্চ, ২০১৩, ১২:৩৩:১৯ রাত
ঘুম থেকে উঠলাম খুব দেরী করে।দ্রুত ঘুম ভান্গার ইচ্ছে নেই ।ঘুম ভেন্গে গেলেও আবার জোর করে চোখ দুটো চেপে ধরি।ঘুমানোর ভান ধরি ।ঝিঝি পোকার অওয়াযে আর ঘুমাতে পারি না।জোর করে অনিচ্ছা সত্বেও বিছানা থেকে উঠতে হল।ব্রাশে পেস্ট মেখে চাপ কলের দিকে মুখ ধোওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিই।কিন্তু আর জাওয়া হয় না।মেইন ঘর পেরিয়ে পরের বারান্দার দৌড়ের উপর বসে পরি।শরীরে ক্লান্তির ছাপ।পুরো পুরী শক্তি পাচ্ছি না।চিন্তাতে কেমন যেন ফাটল ধরছে।সামনে বিশাল খোলা প্রান্তর।চোখের চাওয়া ধারে কাছে নেই,চলে যায় প্রান্তের শেষ সিমানায়।দেখা যায় গাছ গুলো ছোট হয়ে আছে।একটার সাথে আর একটা মিশে আছে।মনে হয় যেন কোন বিখ্যাত শীল্পির তুলিতে আকা মনোরম কোন কাল্পনিক দৃশ্য।সামনের উঠোনে একটা মুরগী তার বাচ্চাদের খুটে খুটে খাবার খাওয়াচ্ছে।বাচ্চা গুলো পিন পিন আওয়াজ করছে আর খাবার ঠোকরাচ্ছে।সব খাবার মুখ দিয়ে যাচ্ছে না,তবুও তারা বারবার চেস্টা করে যাচ্ছে।মা শুধু পাহারা দিচ্ছে। আশপাশ থেকে কোন বিপদ আপদ আসছে কিনা একটু পর পর মাথা উঠিয়ে দেখছে।পাশ দিয়ে কোন বিড়াল বা কুকুর হেটে গেলেই তেরে আসে ।সর্বদা চিন্তা ওর বাচ্চাদের দিকে ।নিজে কোন খাবার পেলে সাথে সাথে বাচ্চাদের কাছে নিয়ে আসে।নিজে না খেয়ে সব খাবার বাচ্চাদের বিলিয়ে দেয় ।সূর্যটা মাথার উপর থেকে ১৫ডিগ্রি হেলে পরেছে।যার ফলে প্রত্যেকটা জিনিসের একটু করে ছায়া পরছে।সূর্যের তেমন কোন তেজ নেই।আলোটা হালকা মুখের উপর পরছে।মিস্টি মিস্ট লাগছে।মা, গোসলের জন্য বারবার তাগাদা দিচ্ছে।কিন্তু উঠতে মন চাচ্ছে না ,আর একটু বসি।এই বলে মাকে সান্তনা দিচ্ছিলাম।গামছাটা কাধের উপর থেকে হাতে নিয়ে মুখটা মুছলাম।
আজীবন শহরে থেকেছি,ছোটবেলা থেকে বড় বড় দালান কোঠা দেখে আসছি।আকাশ সমান উচু প্রাচির ।সকাল বেলা কাকের বেসুরো গলার ডাক।দুপুর বেলা চৈত্রের খা খা করা রোদ আর নাক ডুবানো ধুলো বালু।কখনও বাহিরে বের হলেই ডাস্টবিনের সুগন্ধিতে যাত্রা পুরো বাতিল করতে হয়।এরুপ ঢাকাকে দেখতে দেখতে পুরো বিরক্ত হয়ে গেছি।আজ কত দিন পর যে গ্রামের বারিতে এসেছি তা বলতে পারব না।একেতো মা আছে তার পর আবার চেনা পরিচিত সবাই।বাড়ির খাবার হালকা হলেওপুরো তৃপ্তিতে খাচ্ছি।রাস্তায় বের হলে আশেপাশে অসংখ গাছপালায় ভরা।তৃপ্তিতে শাস নিতে পারছি।এত বড় আনন্দ আর কোথায় রাখব,তবুও প্রান ভরে শাস নেই।তৃপ্তি ভরে না, শ্বাশের পর শ্বাস নিতে থাকি যতই শাস নেই তবুও অতৃপ্তি থেকে যায়।
বিষয়: সাহিত্য
১৩৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন