ফোন কল
লিখেছেন লিখেছেন ইনোসেনট সজিব ১৭ মার্চ, ২০১৩, ০৫:৫৬:৩৭ বিকাল
দিনের কিছু সময় আমি শরীফের দোকানে কাটাতে লাগলাম।বেশির ভাগ দিনে আমরা পলির সাথে কথা বলতাম। শরীফ ফোন দিত আমি মাঝে মাঝে কথা বলতাম।আমি তখনো ফোন করিনি।তখন সম্ববত ২৭/ডিসেম্বর২০১১।হালকা কথা গুলো শরীফের মোবাইল দিয়ে সেরে নিতাম।নববর্ষের রাতে পলির কাছে প্রথম কল দিলাম।ওর সাথে লংটাইম কথা বল্লাম।পুরো আধা ঘন্টা।কি বলে কথা বারাবো তাখুজে পাইনা।আমার সাথে ভাগিনা ছিল একটু পর পর ওর কাছে জিগগেস করে কথা বললাম।য্ই হোক কথা তো বললাম এটাই বেশি ।এভাবে ওর সাথে কথা চালাতে লাগলাম।যতই দিন যায় পলির সাথে কথা বারতে থাকে।তবে বন্ধুতরে গন্ডি পেড়িয়ে নয়।এদিকে আমার পরি্হ্মা সামনে শুরু হবে হবে ভাব।সামনে তাকালে শুধু পরিহ্মা আর পরিহ্মা।
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন