ফোন কল
লিখেছেন লিখেছেন ইনোসেনট সজিব ১৭ মার্চ, ২০১৩, ০৯:৫৪:৪৫ সকাল
আজ সম্পুর্ন ক্লাশ করিনি । তারা তারি মাদরাসা থেকে চলে এসেছি । একদিকে মনটা ভালনা ,আবার অন্যদিকে সামনে পরীক্ষা।কাধ থেকে ব্যাগ টেবিলে রেখে দ্রুত শরিফের দোকানের দিকে হাটা দিলাম।ইদানীং ও আমার প্রিয় ব্ন্ধু । ওর দোকানে বেশীর ভাগ সময় কাটাই ।নাস্তা করি,আড্ডা মারি ,টাইম পাস করি ।
মাঝে মাঝে আমাদের সাথে সময় দেয় হাবিব,আরাফাত,রফিক ভাই।শরীফ তো সব সময় আছেই।দু-একদিন যাবত শরীফ মোবাইলে কার সাথে যেন কথা বল।
আস্তে আস্তে করে কথা বলে ।আমি গেলেই কথার আওয়ায বারিয়ে দেয়।মুখটা উপরের দিকে দিয়ে গলার স্বরটা বারিয়ে হেসে হেসে কথা বলে।
কিরে?কার সাথে এত কথা বলস।শরীফ:দো্স্ত বস পরে সব বলছি।
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন