"মলমের" সরকারী বিজ্ঞাপন!!
লিখেছেন লিখেছেন কামেল মুরব্বী ০২ এপ্রিল, ২০১৩, ০৭:৫০:০৭ সন্ধ্যা
একদিন সিলেটের ক্বীন ব্রীজ এলাকায় হাটছিলাম। হঠাৎ কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। ঠিক এই রকম--
"নাকের কুনকুনানি, কানের শুনশুনানি, নাকের ব্যাথা, কানের ব্যাথা সবকিছুর জন্য আমার এই মলম। নিয়ে যান একবার নিলে বার বার আসবেন। নিয়ে যান নিয়ে যান।"
আশপাশের লোকজন বলাবলি করতে শুরু করলো, দেখ বাটপারটা কি বলে।
কিন্তু আফসোস। আজ কে দেখি আমার এক ফেবু বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যম "চেহারার বই" এ একটি ছবি পোস্ট করেছে। কিভাবে বলবো ভেবে পাচ্ছিনা।
চোখে পড়লো মলমের সরকারী বিজ্ঞাপন। উচ্চ আসনের সর্বোচ্ছ মর্যাদাবান প্রধানমন্ত্রীর মুখে নিম্নস্তরের উচ্চমানের এক খারাপ ডায়ালগ। প্রধানমন্ত্রী বিরোধীদলীন নেত্রীকে উদ্দেশ্য করে বললেন--
"আগে কাটেন পরে, পরে মলম লাগান"
ছি ছি ছি ছি ছি। তোমার বেহায়াপনার থার্মোমিটার আবিষ্কার আদৌ সম্ভব কি-না বলা মুশকিল।
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন