ধর্মপ্রান বনাম ধর্মদ্রোহী

লিখেছেন লিখেছেন কামেল মুরব্বী ০৬ এপ্রিল, ২০১৩, ০১:১৮:৩২ রাত

বাংলাদেশ নামক ছোট্ট রাষ্ট্র। হয়তো আকারের চেয়ে বড় এক বোঝার সম্মুখীন আমাদের এইদেশ।

না আমি নাস্তিকদের কথা বলছিনা।

নাস্তিকরা তো কোন স্রষ্টাতেই বিশ্বাসী নয়। আমি বলছি ধর্মদ্রোহীদের কথা।

সরল মনের পরম আবেগের নরম স্বভাবের ধর্মপ্রান মুসলমানদের কে আঘাত করা হচ্ছে সরাসরি তার ধর্মীয় অনূভূতিতে। আর সেই আঘাতকারীদের বিচারের দাবীতে লং মার্চ। কিন্তু আফসোস ধর্মদ্রোহীদের সঙ্ঘ নিলো বেকুব সরকার।

এমন এক সরকার আমাদের কপালে ঝুটলো যে, দ্বিমুখী নয় চতুর্মূখী আচরনই যার প্রধান চরিত্র।

এই মুরব্বী কোন দলের কথা বলছে না। মুরব্বীর শিরায় শিরায় আজ উত্তপ্ত লাভা। এই লাভা শীতল হওয়ার একটাই পথ। ধর্মদ্রোহীদের বিচার চাই। কঠিন বিচার।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File