এরশাদ কি হাসিনার একগুঁয়েমী সিদ্ধান্ত মানতে নারাজ!!

লিখেছেন লিখেছেন গালি ২২ মার্চ, ২০১৩, ১০:০৯:২২ রাত



মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে তুলে নিয়ে আল্লাহ পাক সম্ভবত তাকে বাঁচিয়ে দিয়েছেন। এই কুটিলাতামুক্ত মানুষটি হাসিনার পাপের ভাগিদার হোক আল্লাহ পাক সম্ভবত এটা চাননি। এখন পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এরশাদের নাম উঠে আসাতে এরশাদ এই প্রস্তাবকে বর্তমান স্পীকারের দিকে ঘুরিয়ে দিয়েছেন। এর আগে তার বোনের কাছে তাকে রাষ্ট্রপতি করার আবদার করেছিলেন। কিন্তু বর্তমানে দেশের ভয়ংকর পরিস্থিতিতে এরশাদ রাষ্ট্রপতি হতে ভয় পাচ্ছেন। রাষ্ট্রপতি হলে হাসিনার কথামত অনেক দাগী সন্ত্রাসীকে ক্ষমা করে দিতে হবে। প্রহসেনের বিচারের মাধ্যমে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকরে সম্মতি দিয়ে স্বাক্ষর করতে হবে। এক কথায় ভাল মানুষদের মেরে ফেলতে আর খারাপ মানুষগুলোকে ক্ষমা করতে তাকে সম্মতি দিতে হবে। এসব কথা বিবেচনা করে এরশাদ এখন জীবনের শেষ বয়সে হাসিনার পাপের ভাগিদার হতে চান না। তবে হাসিনার কুটচালে শেষ পর্যন্ত এরশাদ বাধ্যও হতে পারেন। যাই হোক, তিনি যদি ইনুর মত হন তাহলে টোপটি গিলতেও পারেন। আর তোফায়েল মেননের মত হলে বুঝতে হবে ঝানু পলিটিশিয়ান। দেখা যাক কি হয়।

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File