'৭১ এর মার্চ

লিখেছেন লিখেছেন খড়ের গম্বুজ ১৬ মার্চ, ২০১৩, ১০:২১:৩৫ রাত

'৭১ এর মার্চ-সে যেন এক

বহমান রক্তাক্ত নদ,

স্মৃতির পাতায় ভেসে উঠা

ছেলে হারা মায়ের কান্না

ভাই হারা বোনের আর্তনাদ।

ইহা সেই মাস

যা এসেছিল

পরাধীনতার শৃংখলে আবদ্ধ করবে বলে,

যা এসেছিল

কেড়ে নিতে স্বাধীনতার দাবী

ছলেবলে কৌশলে।

এ মাসেই গাওয়া হয়েছিল

জয় বাংলার গান

পদ্মা,মেঘনা,যমুনা

এ দেশেই আমার ঠিকানা।

২৫শে মার্চ সেই রাত

যার মাঝে লুকায়িত

উত্তরহীন কত প্রশ্ন!!

যে রাতে বঙ্গবন্ধুকে

নিরাপদে বন্ধি করে লাশের পাহাড় যায় মাড়িয়ে!!

গুলির আওয়াজ দেয় কাপিয়ে

বাংলাদেশের বুক।

কালুর ঘাটের বেতার কেন্দ্রের ডাক শুনে

যায় হারিয়ে ধামাল ছেলের শোক।

যার যা ছিলো নেয় হাতে,

যালীম শাহী তাড়িয়ে দিতে।

অস্ত্র ধরে কষক শ্রমিক

যায় ভুলে ভেদ

গরীব-ধনীক,

ছিলনা তাদের পারিশ্রমিক

দেশের তরে জীবন দিতে

হয়েছিলো সৈনিক।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File