২০১০ সালের সেই নির্মম ঘটনার পূনরাবৃত্তি ঘটবে আবার?
লিখেছেন লিখেছেন কালো মনের মানুষ ০৯ জুলাই, ২০১৪, ০৮:১৪:৫৬ রাত
২০১০ সালের সেই নির্মম ইতিহাস কি আমাদেরকে আরো একবার প্রত্যক্ষ করতে হবে?
২’রা জুলাই ২০১০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ব্রাজিল বনাম নেদারল্যান্ডের খেলা। এলাকার ব্রাজিল সমর্থক ঘোষ্টি মোটামুটি তাদের টিম নিয়ে আশাবাদী তাদের টিম জিতবেই। সবাই থেকে চাঁদা তুলে বিরিয়ানি পার্টির আয়োজন করা হলো। খেলা শেষে সবাই একসাথে আনন্দ ফুর্তি করবে, বিরিয়ানি খাবে। ভাগ্যের নির্মম পরিহাস ব্রাজিল ঐ ম্যাচে ২-১ গোলে হেরে গেলো। ব্রাজিল সমর্থক ঘোষ্টি রাগে শোকে দুঃখে টিভি সেটের সামনে থেকে চলে গেল।
কিন্তু বিরিয়ানি?
বিরিয়ানির কি হবে?
শেষ পর্যন্ত আর্জেন্টিনার সমর্থক ঘোষ্টিকেই সেই বিরিয়ানি খেতে হলো।
এর পরের দিন ৩’রা জুলাই ২০১০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা বনাম জার্মানির খেলা। আর্জেন্টাইন সমর্থক ঘোষ্টিও সবাই থেকে চাঁদা তুলে বিরিয়ানি পার্টির আয়োজন করলো। সেই ম্যাচে জার্মানির কাছে আর্জেন্টিনার ৪-০ গোলে হার আর্জেন্টাইন সমর্থকদের আর আনন্দ উল্লাসের সুযোগ দিলো না। খেলা শেষ হওয়ার আগেই সবাই উদাও।
আর্জেন্টিনার বিরিয়ানি খেতে হলো ব্রাজিল সমর্থকদের।
২০১৪ সালের বিশ্বকাপ ব্রাজিল আর্জেন্টাইন সমর্থক সবার আশা এই খেলার ফাইনাল ব্রাজিল আর্জেন্টিনা ই খেলবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গতকাল ব্রাজিল জার্মানির কাছে ৭-১ গোলে হেরে গেলো।
আজ নেদারল্যান্ড আর্জেন্টিনার খেলা।
আর্জেন্টিনা কি পারবে বাংলাদেশের কোটি সমর্থকের মন জয় করতে?
নাকি আবার সেই ইতিহাসের পুনঃরা-ভিত্তি ঘটবে?
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন