আবারো কি ২৮ অক্টোবর ২০০৬ এর দৃশ্য দেখতে হবে!

লিখেছেন লিখেছেন কালো মনের মানুষ ২৯ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫৮:০৭ সকাল

দৃশ্যপট ২০০৭:

২০০৭ এর ২৭ অক্টোবর বিশ্ব বেহায়া শেখ হাসিনা তার সন্ত্রাসী বাহিনীকে নির্দেশ দিল "লগি-বৈঠা" হাতে নিয়ে রাস্তা নামতে। তার নির্দেশ মোতাবেক ২৮ অক্টোবর বাকশালি সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে অস্ত্র ও লগি-বৈঠা নিয়ে রাস্তায় বের হয়ে মানুষ মেরে তার উপর নৃত্য করেছিল।

সেদিন বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশ ছিল বায়তুল মোকাররম উত্তর গেইট। বাকশালি বাহিনী অতর্কিত হামলা চালায় জামাত শিবিরের ভাইদের উপর তার শহীদ জসীমকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপর নৃত্য করছিল।

অন্য দিয়ে আমিরে জামাত জনাব মাওলানা মতিউর রহমান নিজমী স্টেজে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি ইচ্ছে করলে হাসিনার মতো উস্কানিমুলক বক্তব্য এবং পাল্টা আক্রমণের নির্দেশ দিতে পারতেন।

কিন্তু না তিনি তা করলেন না। তিনি সবাইকে ধৈর্য ধরতে বললেন এবং নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এর জবাব দিতে বললেন।

দৃশ্যপট ২০১৩:

২৯ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাকশাল সরকারের একতরফা নির্বাচনের প্রতিবাদে "মার্চ ফর ডেমোক্রেসির" ডাক দিলেন। সকল নেতাকর্মীদের লাল সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা অভিমুখে আসার আহবান জানান।

আর অন্য দিকে খুনি হাসিনার লালিত কুত্তারা লাঠি দিয়ে এর প্রতিহতের ঘোষনা দিলেন।

-----------------------------

কত পার্থক্য দুই দলের মধ্যে! একদল পতাকা হাতে প্রতিবাদ জানাতে চায়। অন্যদল লাঠি দিয়ে মানুষ হত্যা করে এটি প্রতিহত করতে চায়।

একদল লগি-বৈঠা দিয়ে জনস্মুখে মানুষ হত্যা করে। আর অন্যদল তার নেতাকর্মীদের সংঘর্ষে না জড়িয়ে ধৈর্য ধারণ করতে বলে।

এবং এটাই সত্য।

বিষয়: রাজনীতি

১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File