গুজব একটি সামাজিক ব্যাধি
লিখেছেন লিখেছেন কালো মনের মানুষ ২৯ এপ্রিল, ২০১৩, ১২:৫৪:৪৪ দুপুর
সাভারের রানা প্লাজায় কাজ করতো প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার মানুষ। এ পর্যন্ত জীবিত ও মৃত মিলে উদ্ধার হয়েছে প্রায় 2818(সূত্র: সময় সংবাদ)। আরো যে সব মানুষ নিখোঁজ রয়েছে হয়তো তারা ধ্বংসস্তূপ এর মধ্যে রয়েছে। তবে এ নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। দয়া করে নির্ভরযোগ্য সূত্র ছাড়া কেউ গুজব ছড়াবেন না।
INDEPENDENT টিভিতে একটা নিউজ
দেখে কান্না আর থামাতে পারলাম না;(
৮-৯ বছর এর এক ছেলে তার মাকে খুজতে এসে পেছন থেকে এক মহিলাকে মা বলে চেপে ধরে মা মা বলতে অচেতন হয়ে যায়।
আর মহিলাটা ক্যামেরার সামনে যেভাবে কাঁদল আর খূনিদের বিচার চাইল। আর মনে হয় না এই দেশে আর কোন
খুনির বিচাঁর হবে! সত্যিই আর এই দেশে কোন খুনির বিচাঁর হবেনা.... :’(
বিষয়: বিবিধ
১৫৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন