"একি আপনি না বললেন আপনি বাঙ্গালি ! অথচ আপনি দেখছি মুচলমান!
লিখেছেন লিখেছেন মুকুলসরকার ১০ আগস্ট, ২০১৩, ০৭:৩৯:০৫ সন্ধ্যা
মিতা হকের কথা শুনে মনে পড়ে গেল আওয়ামী লীগ নেতা এম মোহাইমেনের কথা। তিনি লিখেছিলেন: একবার ট্রেনে ভ্রমন করতে গিয়ে এক পশ্চিম বাংলার হিন্দু ভদ্র মহিলার সাথে পরিচয়। পরস্পর আলাপ করতে করতে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন। মহিলা মোহাইমেন সাহেবের সাথে আলাপ করতে গিয়ে তাঁর আচার আচরণ ও ভদ্রতায় মুগ্ধ হয়ে পড়লেন। একসময় প্রাসঙ্গিক প্রশ্ন করলেন যে আপনি কি বাঙ্গালী? মুহাইমেন সাহেব বললেন, হা আমি বাঙ্গালী। এক পর্যায়ে মহিলা তার গন্তব্যের নিকট চলে আসলেন এসময় তার মনে হল যে ভদ্রলোকের নামটাতো জানা হলো ন! তাই নাম জানতে চাইলেন। মোহাইমেন সাহেব যখন তার নাম বললেন যে, তার নাম মোহাইমেন, তো মহিলা আঁতকে উঠলেন। বললেন, আপনি না বললেন যে আপনি বাঙ্গালী ? আপনি দেখছি মুচলমান!(দুখিত! যে এটা উল্লেখ না করে পারছি না, বর্ণবাদীরা মুসলিম নামটিকে বিকৃত করে বলত মুচলমান! কখনো বলত যবন। আর তারা মুসলিম কমুনিটি শিক্ষিত হোক এটা তারা পছন্দ করত না। এমনকি রবিন্দ্রনাথের মত লোকও ঢাকা বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠার বিপক্ষে আন্দোলনে শরীক হয়েছিলেন। যদিও তার পুজারীরাই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হর্ত-কর্তা । সেখানে তারা মাদ্রাসার ছেলেদের ভর্তি করার ব্যাপারে সেই ভূমিকাই নিছ্ছে যে ভুমিকা রবীন্দ্রনাথরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে রেখেছিলেন। সুতরাং কৃষক-শ্রমিকদের সন্তারা ব্রাক্ষ্মনের অনুসারী অভিযাতদের ব্যাপারে মোহমুক্তি ঘটা অত্যাবশ্যক। তা না হলে স্বাধীন জাতি হিসাবে আমাদের অস্তিত্ব বিলিন হওয়া অনিবার্য।)
বিষয়: বিবিধ
১৭২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন