তুমিও ছিলে প্রিয়তমা!
লিখেছেন লিখেছেন মুকুলসরকার ২৫ এপ্রিল, ২০১৩, ০৩:২০:২৭ দুপুর
লাশের মিছিলে
তুমিও ছিলে
প্রিয়তমা!
বাঁচে নি ভাই
মা-ভগিনি,
করো ক্ষমা।
আজ চাটাদের দাপট অসীম,
খুনে ’খান’ আজ বাজায় বাঁশি,
ঘায় হোসেনের ক্রন্দন ধ্বনি
ব্যাথিতের রোনাজারি,
ভেসে যায় খোদার আরশ পানে
বদদোয়া, সর্বনাশী।
আমি ভীত! আজ জালিমের সাথে
গড়েছি নিবাস একই তলে।
না জানি কখন পাকড়াও হব
খোদার গজবে, চোখের পলে।
হৃদয় আমার পাথরের চেয়েও
কঠিন হয়েছে আজ,
এত ক্রন্দন-আহাজারিও টলাতে পারে নি,
ফেলতে পারে নি কপালে একটুও ভাঁজ!
কাঁপে থরথর খোদার আরশ;
শাঁপে।
কাঁপে না পাষাণ হৃদয়-লানত
পাপে।
এত জুলমত, মজলুমানের কান্না ও রোনাজারি
বিক্ষুদ্ধ হয় না তবুও পাষাণ দিল,
উত্থিত হয় না বজ্র মুষ্ঠি,
শ্লোগানে-প্রতিবাদে
হয় না মুখর;
ঝরে না অশ্র“-আঁখি জল।
ডুবে আছি আজও প্রতারণা-ধোঁকায়,
মানুষে বানিয়ে বোকা, করে ছল।
ক্ষমা করো মা!
ক্ষমা করো বোন!
ক্ষমা করো ভাই!
আর প্রাণপ্রিয় সন্তান!
ক্ষমা করো প্রিয়তমা!
ক্ষমা করো প্রিয় বাংলাদেশ আমায়।
{তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ডে নিহত, সাভারে ক্ষমতাসীনদলের ক্যাডারদের ভবন ধ্বসে গার্মেন্টস শ্রমিক-কর্মচারির লাশ হয়ে যাওয়া ও সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে শিশু-বৃদ্ধা-যুবক-যুবতী, কৃষক-শ্রমিক-ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষের গণহত্যার প্রতিবাদে এক অজানা প্রিয়জনের উদ্দেশ্যে লিখিত।}
২৫.০৪.২০১৩
ঝালকাঠি।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন