"কেউ কেঁদোনা, কেউ ফেলোনা চোখের পানি"

লিখেছেন লিখেছেন ফাটাকেস্ট ০৭ মে, ২০১৩, ১১:৩৩:৩৪ সকাল

কেউ কেঁদোনা, কেউ ফেলোনা চোখের পানি,

হর হামেশাই মুখ খুলোনা

তাতে কোন লাভ হবেনা

কারন টা কি,আমরা সবাই জানি।

রক্ত সাগর পেরিয়ে গিয়েই

পায়ের জিন্জির খুলবো

মুক্ত মনে বুক ভাসিয়ে

খোদার কাছেই মনের কথা বলবো।

সত্য-মিথ্যা সব কিছুকেই যিনি ভালো জানেন

যা চাইবার চাও তারই কাছে

সব জীবেরেই তিনিই শুধু পালেন।

মিথ্যা কথার সাগর কিংবা

ধোঁয়ার পাহাড়

বিলিন হবেই পরছায়া সব

দমকা হাওয়ায় হবেই সাবাড়।

ইশারাতেও কাজ না হলে

ধাক্কাটাতো আসবেই

সময়মত ঠিক না হলে

আঁতে ঘা যে লাগবেই।

বিষয়: সাহিত্য

১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File