ইসলামী আন্দোলন সম্পর্কে ইমাম হাসান আল বান্নার ঐতিহাসিক ভবিষ্যৎ বাণী-
লিখেছেন লিখেছেন আশাবাদি ২৩ জুলাই, ২০১৩, ০৪:২৭:৫০ বিকাল
"আমি তোমাদেরকে বলতে চাই যে ,তোমাদের দাওয়াত এখনো অধিকাংশ লোকের কাছে পৌঁছেনি। যখন এ দাওয়াত ও তার উদ্দেশ্য লক্ষ্য তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে তখন তারা তোমাদের পেছনে লাগবে । তোমাদের উপর কঠিন শত্রুতার সাথে চড়াও হবে ।সে সময় অত্যন্ত সঙ্গকটের মধ্য দিয়ে তোমাদেরকে অগ্রসর হতে হবে।বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তোমাদের পথ রোধ করে দাঁড়াবে । তখনই তোমরা সঠিক অর্থে দাওয়াতের পতাকাবাহীদেরকাতারে গণ্য হবে । প্রকৃ্ত ইসলাম সম্পর্কে জনগনের অজ্ঞতা তোমাদের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়াবে ।সরকার পন্থি উলামা মাশায়েখ তোমাদে 'ইসলাম' এর উপর আঙ্গুলী প্রদর্শন করবে । এবং তোমাদে জিহাদ নিয়ে প্রশ্ন তুল্বে ।সমাজপতি ও কর্তৃ্ত্বশীল ব্যক্তিরা তোমাদেরকে সহ্য করতে পারবে না । সব সরকারই নির্দ্বীধায় 'প্রতিরোধ' করবে। তোমাদের তৎপরতার উপর বাধ্যবাধকতা আরোপ করবে । দস্যুরা প্রতিটি বর্শা দ্বারাই তোমাদের বিরোধিতা করবে । নিভিয়ে দেয়া হবে তোমাদের দাওয়াতের প্রদীপকে । দুশ্চরিত্র ও দুর্বল সরকার তোমাদের বিরুদ্ধে এ দস্যুদের সাহায্য করবে এবং সেই শক্তিই তাদের আশ্রয় দাতা সাজবে যারা তোমাদের দিকে যুলুম নির্যাতনের জন্য অগ্রসর হবে । অপর একটি দল তোমাদের বিরুদ্ধে সংশয় ও মিথ্য অপবাদের ঝড় সৃষ্টি করবে এবং তোমাদের ভেতর নানান দোষ খুঁজে বেড়াবে। এবং জনগনের সামনে তোমাদের তৎপরতা বিকৃ্ত ভাবে উপস্থাপন করবে । একে নিজের শক্তি ও কর্তৃ্ত্বের অহংকারে পরিণত করবে । সম্পদের শক্তির উপর হস্ত প্রসারিত করবে ।নিঃসন্দেহে এসব তোমাদের জন্য পরীক্ষা হয়ে উদ্ভুত হবে । তোমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে । পায়ে শিকল পড়ানো হবে । ঘ্ররবাড়ী থেকে বিতারিত করা হবে । জন্মভূমির পরিবেশ থেকে বঞ্চিত করা হবে ।তোমাদের অফিসগুলো বাজেয়াপ্ত করা হবে । তোমাদের ঘরবাড়ীর তল্লাশী চলবে । এবং হয়তোবা পরীক্ষার মুহুর্তগুলো দীর্ঘও হতে পারে।তবে তোমাদের সাথে আল্লাহর এ ওয়াদা রয়েছে যে , শেষ পর্যন্ত মুজাহিদদেরকে তিনি সাহায্য করবেন এবং সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে ধন্য করবেন।"
বিষয়: বিবিধ
১৬৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন