নীরব কান্না

লিখেছেন লিখেছেন পথিক আসলান ২১ মার্চ, ২০১৩, ০৯:০২:২৪ সকাল

সময় ২০১০ এপ্রিলের মাঝামাঝি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছোট্ট একটি গ্রামের একটি এতিমখানা আলফ্রেড জ্যাকব। রাত প্রায় ১২টা, ঠিক সেই সময় এতিমখানা থেকে একটি কল আসলো পুলিশ station এ। একটি শিশুর ভীত কণ্ঠ ভেসে উঠলো। " আমাদের বাঁচান, এখানে আমরা খুব বিপদে আছি। এখানে রাতে লোকেরা আমাদের সাথে খুব খারাপ আচরণ করে সাহাবজি। " লাইন কেটে গেলো। আসলে আলফ্রেড জ্যাকব একটি এনজিওর এতিমখানা। যেখানে শিশুদের বিকৃত যৌনাচারে ল...িপ্ত হতে বাধ্য করা হত। যে শিশুটি কল করেছিলো তার নাম ফারহিম গঞ্জালেস। পরবর্তীতে কেইস কোর্টে উঠে, বিদেশী আলফ্রেড প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যায়। আর ফারহিমকে খুজে পাওয়া যায়নি । কে রাখে এক এতিম শিশুর খবর। সবাই তো নিজের তালে ব্যস্ত। কি সাংবাদিক, কি সমাজকর্মী বা তথাকথিত মানবাধিকার কর্মী আর রাজনীতিবিদের কথা বলাই বাহুল্য। ঠিক এমন কিছু ঘটনা প্রায় ঘটে আমাদের লেডিস হোস্টেলগুলতে, প্রতিবন্ধী আশ্রমে। ঘটে থাকে আমাদেরই দেশের তথাকথিত গণ্যমান্য,খ্যাতিমান ব্যাক্তিদের ছায়ায়।এসব মিডিয়াতে আসে না। আসলে কার মাথা ব্যথা এসবের জন্য। আজকালকার যুগে কয়জনের এতো সমাজ সেবার বাসনা জাগে। আমরা অবাধে বিদেশী এনজিও গুলোকে সমাজ সেবার নামে ছেড়ে দিয়েছি। নেই কোন কঠোর মনিটরিং, জানা নেই তাদের সঠিক কর্ম উদ্দেশ্য। কি দায়িত্ব জ্ঞানহীন আমরা! কে দেখবে এসব? আমার মনে হয় আমাদের আজ সময় এসেছে সামাজিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে নারী, শিশু ও প্রতিবন্ধীদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করা। আর এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব। কে জানে পরবর্তী ভিকটিম হতে পারে আমারই বোন বা আমার কোন প্রিয়জন।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File